টেস্ট অভিষেক হল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। প্রথম ম্যাচে মাঠে নামলো বাংলাদেশ-জিম্বাবুয়ে। শনিবার প্রথম দিন শেষে লড়াই সমানে-সমান। বাংলাদেশের বোলিংয়ের জবাবটা দেখে-শুনে দিচ্ছে সফরকারী।
শনিবার শন উইলিয়ামস ও হ্যামিল্টন মাসাকাদজা করেছেন ফিফটি। ৮৬ রানে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। মাহমুদউল্লাহ, নাজমুল ইসলাম ও আবু জায়েদ তুলেন একটি করে উইকেট।
চলুন দেখে নেই প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৯১ ওভারে ২৩৬/৫ (মাসাকাদজা ৫২, চারি ১৩, টেলর ৬, উইলিয়ামস ৮৮, রাজা ১৯, মুর ৩৭*, চাকাভা; ২০ আবু জায়েদ ১৮-৩-৬১-১, তাইজুল ২৭-৩-৮৬-২, আরিফুল ৪-১-৭-০, মিরাজ ২১-৬-৩৭-০, অপু ১৯-৫-৪২-১, মাহমুদউল্লাহ ২-০-২-১)
Discussion about this post