ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিষেধাজ্ঞা শেষে এবার হাসি ফুটেছে মোহাম্মদ আশরাফুলের মুখে। ৫ বছরের নির্বাসন শেষে এই বছরের আগষ্টেই মুক্ত বাতাসে ফিরেছেন তিনি। খেলছেন জাতীয় ক্রিকেট লিগেও। জাতীয় দলেও খেলতে কোন বাধা নেই তার। এরইমধ্যে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলার সুযোগ পেয়ে যাচ্ছেন আশরাফুল। রোববার অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট।
যেখানে ১৮ লাখ টাকায় তাকে দলে নিয়েছে চিটাগং ভাইকিংস। এই দলে সতীর্থ হিসেবে পাচ্ছেন মুশফিকুর রহীমকে।
২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠে আশরাফুলের বিরুদ্ধে। শুধু তিনিই নয়, ম্যাচ গড়াপেটাসহ নানা দুর্নীতির সঙ্গে জড়িয়েছিল ঢাকা গ্লাটিয়েটরসের (বর্তমানে ঢাকা ডায়নামাইটস) ফ্র্যাঞ্চাইজি। আশরাফুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করায় তাকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। বহিষ্কার করা হয় ঢাকা গ্লাটিয়েটরসকেও।
সেই ৫ বছরের নিষেধাজ্ঞা শেষে এবার তিনি ফিরলেন বিপিএলেও। তার মুখে এখন হাসি। বলছিলেন, ‘এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। আমি অপেক্ষায় ছিলাম কখন খবর আসে, আমাকে কোন দল নেয়। সিলেটের সঙ্গে কথা হচ্ছিল। আমি খুব খুশি একটা বিশেষ কারণে। আমি ইচ্ছে করেই এমন দলে খেলতে চেয়েছি, যে দলে বিদেশি ও স্থানীয় তারকা তুলনামূলক কম। আমি খেলার সুযোগ পাবো আর নিজেকে মেলে ধরার জায়গাও বেশি থাকবে।’
ম্যাচ গড়াপেটার শাস্তি থেকে আশরাফুল মুক্ত হয়েছেন গত ১৩ আগস্ট। গত দুটি বিপিএলে তিনি ড্রাফটে ছিলেন না। এ বছর দেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়াটা আশরাফুলের জন্য বড় সুখবরই বলা যায়।
ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে খেলেন আশরাফুল। করেন পাঁচটি সেঞ্চুরি। এ অবস্থায় ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে আবারো জাতীয় দলে ফেরার অপেক্ষায় আছেন তিনি।
Discussion about this post