ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথমবার আয়োজিত টুর্নামেন্টেই বাজিমাত! সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছে বাংলাদেশ। রোববার রাতে ফাইনালে নেপালকে অপরাজিত বাংলাদেশের মেয়েরা। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে লাল-সবুজের দল।
ফাইনালে জয়সূচক গোলটি করেছেন মাসুরা পারভিন। পুরো ম্যাচে দুর্দান্ত খেললেও গোল হয়েছে এই একটিই।
৪৯তম মিনিটে গোলটি পায় বাংলাদেশ। মিশরাত জাহান মৌসুমীর লম্বা করে নেওয়া ফ্রি কিকে অসাধারণ এক হেডে ব্যবধান গড়ে দেন ডিফেন্ডার মাসুরা পারভীন।
গত আগষ্টে থিম্পুর এই সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে এবার কান্না নয়, সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের বাজিমাত বাংলাদেশের।
পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত খেলেছে দল। হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ১৭-০ গোলে জয়। এরপর নেপালকে দল হারায় ২-১ গোলে। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। তারপর স্বাগতিক ভুটানকে অনায়াসে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে যায় বাংলাদেশ। এরপর ধরা দিল শিরোপা।
এর আগে গত বছর ডিসেম্বরে ঢাকায় মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। ৯ মাস পর দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক ফুটবল থেকে আরেকটি শিরোপা জিতল দল।
Discussion about this post