ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি মাঠে নামলেই যেন হেসে উঠবে ব্যাট। বেশ কয়েক বছর ধরেই সাফল্যের সঙ্গে বসবাস বিরাট কোহলির। রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সেই কথা বলল ভারত অধিনায়কের ব্যাট। শতরান তুলে নিলেন কোহলি। আর টপকে গেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। তার সামনে এখন স্যার ডন ব্র্যাডম্যান।
টেস্টে সবচেয়ে কম ইনিংস খেলে ২৪টি সেঞ্চুরি করেন স্যার ডন। ৬৬ ইনিংস খেলে এই মাইলফলকে পা রাখেন এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি। শুক্রবার ক্যারিবিয়দের বিপক্ষে কোহলি টেস্ট ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি তুলে নেন। এ জন্য খেলেন মাত্র ১২৩ ইনিংস। ব্র্যাডম্যানের পর এটি দ্বিতীয় দ্রুততম।
কোহলি পেছনে ফেলেন শচীনকে। সাবেক এই মাস্টার ব্যাটসম্যান ১২৫ ইনিংস খেলে করেন ২৪টি সেঞ্চুরি। একই দেশের সুনীল গাভাস্কার ১২৮ ইনিংস খেলে করেছিলেন ২৪টি টেস্ট সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন ২৪টি সেঞ্চুরি করতে খেলেন ১৩২ ইনিংস।
এখানেই শেষ নয়, কোহলি ভারতে তার খেলা সবশেষ ৫ ইনিংসের চারটিতেই সেঞ্চুরি করলেন। তার ইনিংসগুলো এমন- ১০৪*, ২১৩, ২৪৩, ৫০ ও ১৩৯। টানা পাঁচ ইনিংস সর্বোচ্চ ৭৪৯ রান করেছেন তিনি। বীরেন্দ্র শেবাগ (২০০৯-১০ মৌসুম) ৭১৪ করেন।
এদিকে শুক্রবার রাজকোটে অভিষেক টেস্ট সেঞ্চুরি দেখা পেয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এরপরই পথ ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ভারত। জবাবে ধুঁকছে সফরকারীরা। ৯ উইকেটে ৬৪৯ রান তুলে ১ম ইনিংস ঘোষণা করে ভারত।
জবাব দিতে নেমে শুক্রবারই টেস্টের দ্বিতীয় দিনের শেষ বেলায় ৯৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছে উইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ১৪৯.৫ ওভারে ৬৪৯/৯ (ডি.) (কোহলি ১৩৯, পান্ত ৯২, জাদেজা ১০০*, অশ্বিন ৭, কুলদীপ ১২, উমেশ ২২, শামি ২*; গ্যাব্রিয়েল ১/৮৪, লুইস ২/৯৩, বিশু ৪/২১৭, চেইস ১/১৩৭, ব্র্যাথওয়েট ১/৪৭)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৯ ওভারে ৯৪/৬ (ব্র্যাথওয়েট ২, পাওয়েল ১, হোপ ১০, হেটমায়ার ১০, আমব্রিস ১২, চেইস ২৭*, ডাওরিচ ১০, পল ১৩*; শামি ২/১১, উমেশ ০/১৪, অশ্বিন ১/৩২, জাদেজা ১/৯, কুলদীপ ১/১৯)।
Discussion about this post