ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলে বিশ্রামের সুযোগ মিলেনি। দুবাই থেকে ঢাকা ফিরেই চলে যান রাজশাহীতে। সেখানে জাতীয় ক্রিকেট লিগের খেলা নিয়ে ব্যস্ত ছিলেন সৌম্য সরকার। ক্লান্তি কাটিয়ে শতরানও তুলে নিয়েছেন এই ওপেনার। তার সঙ্গে শতক হাঁকালেন এনামুল হক বিজয়।
এরই পথ ধরে প্রথম স্তরের ম্যাচে রাজশাহীর সঙ্গে ড্র করেছে চ্যাম্পিয়ন খুলনা। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটা যে ড্র হতে যাচ্ছে-তার ইঙ্গিত মিলেছিল আগেই। বৃহস্পতিবার ২ উইকেটে ১৫৮ রান নিয়ে শুরু করে খুলনা। তুষার ইমরান ও এনামুল গড়েন ২৫০ রানের জুটি গড়েন। তাতেই রক্ষা।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ নম্বর শতরান করেন এনামুল। ২৩৯ বলে ১৫ চারে ১১৩ রান করেন তিনি। প্রথম ইনিংসে ১০৪ রান তুষার ২২৯ বলে ১৫৯ রান করেন তুষার। এমন সাফল্যে ম্যাচসেরার পুরস্কার জিতেন খুলনার এই তারকা।
ব্যাট হাতে সৌম্য সরকারও তুলে নেন শতক। ১২০ বলে ৭ ছক্কা ও ৮ চারে তিনি অপরাজিত থাকেন ১০৩ রানে। সৌম্য শতরান করতেই ড্র মেনে নেন দুই অধিনায়ক। এটি তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের দ্বিতীয় শতরান।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা ১ম ইনিংস: ২১০/১০ ও খুলনা ২য় ইনিংস: (তৃতীয় দিন শেষে ১৮২/২) ১২৮.৫ ওভারে ৪৬৭/৭ (রবি ০, এনামুল ১১৩, আফিফ ৬, তুষার ১৫৯, মেহেদি ২৯, সোহান ৪০, সৌম্য ১০৩, জিয়া ৪, নাহিদুল ৬*; শফিউল ১/২০, রেজা ১/৮১, দেলোয়ার ০/৪৩, তাইজুল ২/১৫৩, সানজামুল ২/১২৯, সাব্বির ০/৮, ফরহাদ ১/৩০)
রাজশাহী ১ম ইনিংস: ৫৫২/১০
ফল: ড্র
ম্যাচসেরা: তুষার ইমরান
Discussion about this post