ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়ানডে ক্রিকেটে সত্যিকার অর্থেই এখন ভাল একটা অবস্থান করে নিয়েছে বাংলাদেশ। তার ছাপ থাকছে মাঠের ক্রিকেটে। এশীয়া কাপের গত চার আসরে ৩বারই ফাইনালে উঠল টাইগাররা। অবশ্য আগের দুইবার দল খেলেছে দেশের মাঠে। এবার বিদেশী।
২০১২ ও ২০১৬ সালের পর ফের শিরোপার সুবাস পেতে শুরু করেছে দল। শুক্রবার দুবাইয়ে ভারতকে হারালেই ধরা দেবে স্বপ্নের ট্রফি। শিরোপা লড়াইয়ের ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৫.৩০ মিনিটে রোহিত শর্মার দলের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল।
ম্যাচটাতে বাংলাদেশ খেলবে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই। তারপরও প্রস্তুত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বললেন, ‘ভারত নাম্বার ওয়ান দল। খুবই শক্তিশালী। আমাদের সাকিব, তামিম নেই। তারপরও ভারতের বিপক্ষে সেরাটা খেলতে হবে আমাদের। আশা করছি ছেলেরা ফাইনালে নিজেদের এভাবেই মেলে ধরবে।’
সব মিলিয়ে এশিয়া কাপে ১১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে ১০বারই জয় পেয়েছে ভারতীয় দল। ভারতকে একবার হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের। আবার ওয়ানডেতেও হেড টু হেডে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। ৩৪ ম্যাচে ২৮টি জয় ও ৫টি ম্যাচে হার।
এসব কাগজ কলমের হিসাব মাথায় না নিয়ে মাশরাফি বৃহস্পতিবার বলেন, ‘যুদ্ধে নামলে পেছনে তাকিয়ে থাকার সুযোগ নেই। যুদ্ধের ময়দানে গা বাঁচিয়ে চললে চলবে না। হয় মারব, নয় মরব।’
Discussion about this post