ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রিকেটপ্রেমীদের জন্য প্রতীক্ষায় ব্যস্ত এক রাত। এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে চার দেশ। আবুধাবিতে আফগানিস্তানের সঙ্গে লড়বে বাংলাদেশ। দুবাইয়ে মুখোমুখি ক্রিকেটের সেরা দ্বৈরথে ভারত-পাকিস্তান। পুরো ৫০ ওভার করে খেলা হলে মধ্যরাত পেরিয়েও চলবে লড়াই!
চাপে থেকেই আফগানদের সঙ্গে লড়বে বাংলাদেশ। গ্রুপ পর্বে রশিদ খানদের কাছে মাশরাফি বিন মর্তুজার দল হেরেছে ১৩৬ রানে। এর মধ্য টাইগারদের দলে রীতিমতো একটা ঝড় বয়ে গেছে। ওপেনারদের ব্যর্থতার পর হঠাৎ করেই দেশ থেকে উড়িয়ে নেওয়া হয়েছে দুই ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে। এমন ঘটনায় অবাক হয়েছেন খোদ অধিনায়ক মাশরাফি। ব্যাপারটা তার অজান্তেই হয়েছে। সাকিব আল হাসানও এমন সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করেছেন গণমাধ্যমে।
জানা গেছে এই দুই অন্তুর্ভক্তি নিয়ে নাকি প্রধান নির্বাচকও জানতেন না। এমনই পরিস্থিতে আবুধাবিতে আফগানদের সঙ্গে লড়াই। ফাইনালে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে জয় চাই টাইগারদের। হারলে সুপার ফোর থেকেই শেষ হয়ে যাবে মিশন। একইভাবে আফগানরাও জয় চাইছে। সুপার ফোরের প্রথম ম্যাচে তারা হেরেছে পাকিস্তানের কাছে।
এদিকে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে কোন প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তান। যেখানে অনায়াসেই জয় তুলে নেয় রােহিত শর্মার দল। পাকিস্তানকে মাত্র ১৬২ রানে অলআউট করে। এরপর ১২৬ বল হাতে রেখে হাসিমুখে মাঠ ছাড়ে তারা।
সেই ম্যাচের রেশ থাকতেই বিকেলে আরেটি ভারত-পাকিস্তান লড়াই। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত এই দুই দল মুখোমুখি হয়েছে ১৩০ বার। ভারত জিতেছে ৫৩ ম্যাচে। পাকিস্তান ৭৩টিতে। ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আবার এশিয়া কাপে ১২বারের লড়াইয়ের ছয়টিতে ভারত আর ৫টিতে জিতেছে পাকিস্তান।
আজ রোববারের এই লড়াইয়ে যারা জিতবে তারাই এশিয়া কাপের ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলবে। সুপার ফোরের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে দুই দেশই। সেই রেশ ধরে রাখতে চাইছেন রোহিত শর্মা এবং সরফরাজ আহমেদ, দু’জনই। এর অর্থ কঠিন লড়াইয়ের মঞ্চ তৈরি।
প্রথম দ্বৈরথটা জমেনি, আজ কেমন হয় তা সময়ই বলে দেবে!
Discussion about this post