ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুতেই ছন্দের দেখা মিলছে না। জাতীয় দলে ফেরার পথে যে লড়াই শুরু হয়েছে, তাতে সাফল্য মিলছে না। দীর্ঘদিন পর বিসিবির কোন দলে খেলার সুযোগ পেলেও ব্যাট হাতে ফ্লপ আশরাফুল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শনিবার ফের ব্যর্থ হলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
ম্যাচে সবুজ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ১ম ইনিংসে মাত্র ১ রান করেছিলেন লাল দলের আশরাফুল। ২য় ইনিংসে তিনি ফিরে গেলেন অপয়া ১৩ রানে। শুরুটা ভাল করলেও এরপরই পথ হারান অ্যাশ। ভক্তদের হতাশ করে ফিরে যান সাজঘরে।
ম্যাচে ২৪২ রান সামনে রেখে বিসিবি লাল দল ব্যাট করতে নামে। ১২ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ক্রিজে নামেন আশরাফুল। মাঠ ভর্তি দর্শকরা স্বাগত জানায় তাকে। কিন্তু তাদের সেই উচ্ছ্বাসের প্রতিদান দেওয়া হল না।
প্রথম বলে সিঙ্গেল নিয়ে শুরু করেন। পরের ৬টি বল ডট। পরের ওভারে খালেদের বলকে বাউন্ডারি হাঁকান। তাপরপর এবাদতের বলে ছয় হাঁকান আশরাফুল। সেই সম্ভাবনাময় ইনিংসটাকে বড় করতে পারেন নি তিনি। উড়িয়ে মারতে গিয়ে সীমানার দড়ির কাছে ক্যাচ তুলে দেন ফজলে রাব্বীর হাতে।
৫ বছরের নিষেধাজ্ঞা থেকে গত মাসে মুক্তি মিলেছে আশরাফুলের। ফিক্সিং কেলেঙ্কারি পেছনে ফেলে আবারো জাতীয় দলে ফিরতে চান ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। সামনেই জাতীয় লিগ। সেখানে ব্যাট হাতে ভাল খেলে ফিরে পেতে চান হারানো জায়গা।
Discussion about this post