ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দিন কয়েক আগেও ছিলেন সংযুক্ত আরব আমিরাতে। এশিয়া কাপ প্রস্তুতিতে নেটে ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষে বল করেছিলেন। দেশে ফিরেই শাহবাজ নাদিম গড়লেন বিশ্বরেকর্ড। বিজয় হাজারে ট্রফিতে বৃহস্পতিবার রাজস্থানের বিপক্ষে ঝাড়খন্ডের হয়ে করেন বিশ্বরেকর্ড। লিস্ট ‘এ’ মর্যাদার ম্যাচটিতে মাত্র ১০ রানে নেন ৮ উইকেট। বোলিং ফিগার ১০-৪-১০-৮!
লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রান দিয়ে ৮ উইকেট নেয়ার রেকর্ড এখন শাহবাজ নাদিমেই। ১৯৯৭-৯৮ মৌসুমে হিমাচলের বিপক্ষে ১৫ রানে ৮ উইকেটের আগের রেকর্ড গড়েন দিল্লির রাহুল সাংভি। লঙ্কান পেসার চামিন্ডা ভাস ২০০১-০২ মৌসুমে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে নিয়েছিলেন ৮ উইকেট।
২৯ বছর বয়সী নাদিম চলে এসেছেন আলোচনায়। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে হয়তো ভারতীয় জাতীয় দল থেকেও মিলবে ডাক।
Discussion about this post