ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় দলে ফেরার পথ এখনো দুরে। তবে নিশ্চিত করেই আরেকটি ধাপ পেরিয়ে গেলেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স ইউনিটের বিপক্ষে ‘এ’ দলে জায়গা পেয়েছেন এই তারকা ক্রিকেটার। বুধবার চারদিনের ম্যাচে মাঠে নামবেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। জাতীয় দল থেকে বাদ পড়া তারকা ক্রিকেটার সৌম্য সরকার, ইমরুল কায়েস, তাসকিন আহমেদের পাশাপাশি মাঠে দেখা যাবে তাকেও।
তবে আশরাফুল নিজেও জানেন ফের জাতীয় দলে জায়গা পাওয়াটা সহজ হবে না। সোমবার মিরপুর হোম অব ক্রিকেটে রিপোর্টিং করেছেন আশরাফুল। তারপরই গণমাধ্যমে বলেন, ‘জাতীয় লিগের আগে ম্যাচটা খেলার সুযোগ পেয়েছি, চারটা দিন ভালভাবে কাটাতে চাই। কিন্তু এখনই জাতীয় দলের কথা ভেবে লাভ নেই। এটা অনেক দূরের পথ।’
সাবেক অধিনায়ক আশরাফুলের পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষে আবারো জাতীয় দলে খেলতে চাইছেন। ২০১৯ সালের বিশ্বকাপকে জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার অপেক্ষায় তিনি।
গত আগষ্টের ১৩ তারিখে ৫ বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে আশরাফুলের। এখন জাতীয় দলের ফেরার পথে এখন আর কোন বাধাই নেই। তবে তার আগে ঘরোয়া ক্রিকেট নিজেকে প্রমাণ করতে হবে তাকে। ফিটনেস পরীক্ষাতেও পেতে হবে পাশ মার্ক। তার আগে নিজেকে প্রমাণ করার সুযোগটাই পাচ্ছেন তিনি। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের রাখা হয়েছে ‘এ’ দলে। আশরাফুল ছাড়াও এই ম্যাচে আছেন- তাসকিন আহমেদ, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মার্শাল আইয়ুব, আল আমিন, নুরুল হাসান সোহানের মতো তারকা ক্রিকেটাররা।
বুধবার থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে এই চারদিনের ম্যাচ।
চারদিনের ম্যাচে ক্রিকেটারদের তালিকা
টিম ‘এ’
সৌম্য সরকার, মোহাম্মদ আশরাফুল, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন (জুনিয়র), মেহেদী হাসান, তানভীর ইসলাম, মার্শাল আইয়ুব, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, তানভীর হায়দার খান, তাসকিন আহমেদ, মোহাম্মাদ সাইফ হাসান ও সানজামুল ইসলাম।
টিম ‘বি’
কাজী নুরুল হাসান সোহান, ইমরুল কায়েস, মোঃ আব্দুল মজিদ, মোঃ জাকির হোসেন, ফজলে মাহমুদ রাব্বী, সাদমান ইসলাম, কামরুল ইসলাম রাব্বী, এবাদত হোসেন চৌধুরী, জোবায়ের হোসেন লিখন ও ইফতেখার সাজিদ।
Discussion about this post