এমন একপেশে লড়াইয়ের ইঙ্গিতটা ছিল আগেই। শেষ পর্যন্ত তাই হল। বাছাই পর্ব টপকে এশিয়া কাপ ক্রিকেটে পা রাখা হংকংকে রীতিমতো উড়িয়ে দিল পাকিস্তান। রোববার রাতের এই লড়াইয়ে
৮ উইকেটে জিতেছে সরফরাজ আহমেদের দল। একইসঙ্গে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে দলটি। সংযুক্ত আরব আমিরাতে জয়যাত্রা অব্যাহত আছে পাকিস্তানের। মধ্যপ্রাচ্যের দেশটিতে এনিয়ে টানা ১৪তম জয় পেল তারা।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাটিংয়েনামে হংকং। তারা মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায়। এরপর ১৫৮ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে রোঙর করে পাকিস্তান।
পাকিস্তানের পক্ষে উসমান খান ১৯ রানে ৩ উইকেট নেন। ম্যাচসেরা তিনিই। হাসান আলি ও শাদাব খান নিয়েছেন দুটি করে উইকেট।
জবাব দিতে নেমে বাবর আজম ৩৬ বলে ৩৩ রান করেন। এরইমধ্যে দুই হাজার রানের মাইলফলকে পা রাখেন তিনি। ৪৫ ইনিংসে ২ হাজার রান ক্লাবে প্রবেশ করলেন। এর আগে এমন রেকর্ড ছিল জহির আব্বাস ও কেভিন পিটারসেনের। তাদের চেয়ে কম ইনিংসে দুই হাজার রান ক্লাবে নাম লিখিয়েছেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকার এই তারকার লেগেছে ৪০ ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর-
হংকং: ওভারে ৩৭.১ ওভারে ১১৬/১০ (নিজাকাত ১৩, আনশুমান ১৯, বাবর ৭, কার্টার ২, শাহ ২৬, এজাজ ২৭, নওয়াজ ৯, নাদিম ৯*; আমির ০/২০, উসমান ৩/১৯, ফাহিম ১/১০, হাসান ২/১৯, শাদাব ২/৩১)
পাকিস্তান: ২৩.৪ ওভারে ১২০/২ (ফখর ২৪, ইমাম ৫০*, বাবর ৩৩, মালিক ৯*; আফজাল ০/১৩, নওয়াজ ০/২৭, এজাজ ০/১৯, এহসান ২/৩৪, নাদিম ০/২৭)
ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: উসমান খান
Discussion about this post