ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাহসী সিদ্ধান্তের পর এখন প্রশংসায় ভাসছেন তামিম ইকবাল। রাত গড়িয়ে দিন। এরপর আবারো রাত ফিরে এসেছে। কিন্তু থামছে না এই ব্যাটসম্যানের বীরত্বের গল্প। হাসপাতাল থেকে ছুটে এসে ভাঙা কবজি নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। এখনো তার সেই সাহসী গল্প ক্রিকেটপ্রেমীদের মুখে। নিশ্চিত করেই তা বেঁচে থাকবে অনেক অনেক দিন!
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শুরুতেই হাতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তামিম। যন্ত্রনায় কাতর এই ওপেনারকে এরপর নিয়ে যাওয়া হয় দুবাইয়ের এক হাসপাতালে। তখনই জানা যায়- বাঁ হাতের কবজি ভেঙে গেছে তার। মানে ৬ সপ্তাহর বিশ্রাম। এশিয়া কাপটাও খেলা হবে না তার।
কিন্তু কে জানতো এতো বড় চমক বাকী। হাসপাতাল থেকে মাঠে ফিরলেন তামিম। আর ব্যাট হাতে নামলেনও। এক হাতে ব্যাট করে মুশফিকুর রহীমকে পাশে থাকলেণ। এরপর দলও পেল ৩২ রান। জয়ের পথটাও হল প্রস্বস্ত। তারপর থেকেই সাহসী তামিমের প্রশংশায় এখন মুখর সবাই। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বাঁ হাত ভেঙেছে, কিন্তু ডান হাতে তুমি জিতে নিয়েছো লাখো হৃদয়। ক্রিকেট স্রেফ একটি খেলা… কখনও কখনও তা নয় তামিম।’
রোববার মাশরাফি তার অফিসিয়াল ফেসবুক পেজে এমন বীরত্বের প্রশংসা করেন। তিনি লিখেছেন, ‘দেশের জন্য তামিমের এমন দৃষ্টান্ত মানুষ কখনও ভুলবে না। Tamim Iqbal এখন একটা নাম না, তামিম এখন একটা অনুপ্রেরণা। বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে পড়ল ঠিক তখনি হাল ধরেন মিঃ ডিপেন্ডেবল Mushfiqur Rahim ও মিঠুন। তাদের দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশ পায় বড় সংগ্রহ। মুশিকে অভিনন্দন ১৪৪ রানের অসাধারণ ইনিংস খেলার জন্য।’
ভাঙা কবজি নিয়ে তামিম নিজের ইচ্ছেতেই মাঠে নামেন। মাশরাফি বলেন, ‘এই সিদ্ধান্তটা তামিমেরই ছিল। এটা ওর উপর ছেড়ে দেয়া যাক। আমি শুধু বলতে পারি, তামিমকে মনে রাখা উচিত এই ম্যাচের জন্য। এখানে যে কোনো কিছু ঘটে যেতে পারত। ওর ক্যারিয়ারের ব্যাপার ছিল। যেভাবে এক হাতে ব্যাট নিয়ে নামলো আমি মনে করি, সবার মনে রাখা উচিত ওকে।’
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে ১৪৪ রান করেছেন মুশফিক। ম্যাচেরসেরা তিনিই। তবে হৃদয় করেছেন তামিম।
Discussion about this post