ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরু হল বাংলাদেশের এশিয়া কাপ মিশন। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শনিবার উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। অবশ্য টস ভাগ্য কথা বলেছে মাশরাফি বিন মর্তুজার পক্ষে। দুবাইয়ের আবহাওয়ার কথা চিন্তা করে তাই আগে ব্যাটিং নেমেছে টাইগাররা।
শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ লড়াইয়ে হাসি মুখে বাংলাদেশ। নিদহাস ট্রফির ম্যাচটি অবশ্য ছিল টি-টুয়েন্টি। এবার ৫০ ওভারের ম্যাচে মুখোমুখি দুই দল।
ওয়ানডে ক্রিকেটে মোট ৪৪বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যারমধ্যে ৩৬ ম্যাচে শ্রীলঙ্কা ও ৬ ম্যাচে জিতেছে বাংলাদেশ। দুটি ম্যাচে ফল আসেনি। আর এশিয়া কাপে দুই দলের দেখা হয়েছে ১৩বার। যারমধ্যে ১১বার জিতেছে শ্রীলঙ্কা। অন্য ২টিতে জিতেছে টাইগাররা।
শেষ তিন লড়াইয়ে বাংলাদেশ জিতেছে দুটিতেই। দুই আসরে ফাইনালও খেলেছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেইরা, কুশাল মেন্ডিস, ম্যাথুস, থিসারা পেরেইরা, দাসুন শানাকা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমাল, আপোনসো ও দিলরুয়ান পেরেরা।
Discussion about this post