ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টানা তিন সপ্তাহর ছুটি শেষ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্র সফর শেষ করেই আনন্দ আমেজে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। মাঝে ঈদ পরিবারের সঙ্গে সময় কেটেছে। সবশেষে এবার আপন ঠিকানায় ফিরছেন মাশরাফিরা। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি।
জাতীয় দলের ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়ানের অধীনে ফিটনেস টেস্টের (বিপ টেস্ট) মধ্য দিয়ে প্রাথমিক দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে সোমবার। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রোববার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ঢাকায় ফিরেছেন। তামিম ইকবাল ফিরেছেন দুদিন আগে। মুশফিকুর রহিমও বগুড়া থেকে ঢাকায় চলে এসেছেন।
প্রাথমিক দলে ডাক পাওয়া নতুন তিন ক্রিকেটার শরিফুল হাসান, ফজলে রাব্বি মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদও চলে এসেছেন ঢাকায়। মিরপুর হোম অব ক্রিকেটে অবশ্য মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান থাকছেন না। এ দুই তারকার মধ্যে একজন রয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। অন্যজন পবিত্র হজ পালন করতে আছেন সৌদি আরবে।
টানা তিন দিন একবেলা করে অনুশীলন করবেন মাশরাফিরা। শুক্রবার ও শনিবার বিশ্রাম। ২ সেপ্টেম্বর (রোববার) থেকে শুরু হবে আবার অনুশীলনে নামবেন তারা। চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
৯ সেপ্টেম্বর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উড়ে যাবেন ক্রিকেটাররা। সেখানেই বসবে এবারের টুর্নামেন্ট। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও আফগানিস্তানের সঙ্গে খেলবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল।
১৫ সেপ্টেম্বর আসরের উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার সঙ্গে লড়বে বাংলাদেশ।
প্রাথমিক দল-
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির আহমেদ, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আবু হায়দার, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ চৌধুরি, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও ফজলে মাহমুদ রাব্বি।
Discussion about this post