ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০১৯ সালের ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। তার আগে আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ ভ্রমণে আসবে বিশ্বকাপ ট্রফি। ২৭ আগস্ট থেকে বিভিন্ন দেশ ঘুরতে বের হবে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি।
৫টি মহাদেশের ২১টি দেশের মোট ৬০টি শহরে যাবে বিশ্বকাপ ট্রফি। ওমানের রাজধানী মাসকট দিয়ে ২৭ আগস্ট এ ট্রফির ভ্রমণ শুরু হচ্ছে। এরপর আসছে বছরের ১৪ জুলাই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ট্রফিটি পৌঁছাবে।
এমন কী বিশ্বকাপে না খেলা নেপাল, যুক্তরাষ্ট্র ও জার্মানিতেও যাবে ট্রফি। দুবাই থেকে প্রথম ওমানে যাবে বিশ্বকাপের ট্রফি। এরপর একে একে যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি যাবে।
বাংলাদেশের চারটি শহরে ঘুরবে ট্রফি যাবে। থাকবে সাতদিন। ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর ঢাকায়। খুলনা ও সিলেটে যাবে যথাক্রমে ২০ ও ২১ অক্টোবর। ২২ ও ২৩ অক্টোবর চট্টগ্রামের ক্রিকেট ভক্তরা দেখতে পাবেন ট্রফি।
Discussion about this post