ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশের পক্ষে টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রান তারই। তিনিই দেশসেরা ব্যাটসম্যান। এমন কী বাংলাদেশের সর্বকালের সেরা একাদশ করলেও রাখতে হবে তামিম ইকবালকে। তিনিই কেন সেরা-সেটা বারবার বুঝিয়ে দিচ্ছেন। জাতীয় দলের অন্যসব সতীর্থরা যখন ছুটির আমেজে তিনি তখন মাঠে।
সেই ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাস্ট্র সফর শেষেই তিন সপ্তাহের ছুটিতে ক্রিকেটাররা। ঈদ আনন্দে মেতেছেন তারা। আর তামিম নিজ শহর চট্টগ্রাম থেকে শুক্রবার রাতে ফিরেছেন ঢাকায়। আর শনিবার মিরপুর মিরপুর শেরেবাংলায় নেমে পড়েন অনুশীলনে। বোলিং মেশিনের সাহায্য নিয়ে ব্যাটিং করেন।
নেটে ব্যাটিং অনুশীলন করেন তামিম। সংযুক্ত আরব আমিরাতের তুলনামূলক স্লো ও লো বাউন্সি পিচের কথা মাথায় রেখে কাভার, মিডঅফ, মিডঅন ও স্ট্রেইট ড্রাইভে নিজেকে প্রস্তুত করছেন এই ওপেনার।
আগামী মাসের মাঝামাঝি সময়ে আরব আমিরাতে বসছে এশিয়া কাপ। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে রান ফোয়ারা ছুটাতে না পারলেও ওয়ানডে ও টি-টুয়েন্টিতে সাফল্য পেয়েছেন তামিম। এই ধারাবাহিকতা রাখতে চান এশিয়া কাপেও।
প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ৩১ ক্রিকেটারদের নিয়ে ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেটের প্রস্তুতি পর্ব।
প্রাথমিক দল- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির আহমেদ, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আবু হায়দার, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ চৌধুরি, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও ফজলে মাহমুদ রাব্বি।
Discussion about this post