ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গোটা দেশ এখন উত্তাল। একটা যৌক্তিক দাবীতে শিশু-কিশোররা পথ দেখাচ্ছেন সবাইকে। সড়ক-রাজপথে প্রতিদিন এক প্রাণ যাচ্ছে নিরীহ জনগনের। গত রোববার রাজধানীর শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব ও একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম বাস চালকের বেপরোয়া আচরণেই প্রাণ হারিয়েছেন। এরপরই রাজপথে নেমে এসেছেন স্কুল-কলেজ পড়ুয়া শিশু-কিশোর-কিশোরীরা।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চলছে আন্দোলন। তাদের পাশে এবার দাঁড়ালেন রুবেল হোসেন। বুধবারও চুপ থাকেন নি তিনি। রাজধানী ঢাকার শনির আখড়ায় বেপোরোয়া এক ট্রাক চালকের কাণ্ডের একটি ভিডিও পোস্ট করেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। যেখানে দেখা গেছে নির্মম এক দৃশ্য। এক স্কুল ছাত্রের ওপর দিয়েই ট্রাক চালিয়ে দিয়েছেন চালক!
সেই ভিডিওটি পোস্ট করে রুবেল হোসেন লিখেছেন, ‘কিছুক্ষণ আগে জানতে পারলাম আন্দোলনরত এক শিক্ষার্থীর উপর ট্রাক তুলে দেওয়া হয়েছে। কেউ এতটা নির্মম হয় কি করে?’
এর দু’দিন আগেই নিজের অফিসিয়াল ফেসবুকে এক পোস্টে রুবেল হোসেন, চালকদের উদ্দেশ্যে লিখেন, ‘ড্রাইভার ভাইদের বলছি, আজকে আপনারা ট্রাফিক নিয়ম মেনে না চলায়, নিজেরা নিজেরা রেস করতে গিয়ে জীবন দিতে হচ্ছে কারও বাবা মার সন্তানকে, কারও আবার বাবা-মাকে। মনে রাখবেন, এই চোখের পানির মূল্য আপনাদের দিতে হবে। এ কান্না শুধু তাদের সহপাঠী, পরিবার, আত্মীয়-স্বজনের নয়! এ কান্না আজ সারা দেশের, প্রত্যেক মানুষের।’
Discussion about this post