ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিরিজ জয়ের সুযোগটা আগের ম্যাচেই হাত ফসকে ফেলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। জয়ের পথে থাকা ম্যাচটা শেষ মুহুর্তের ভুলে হাতছাড়া। তবে সেই দুঃখ ভুলে যাওয়ার সুযোগটা শনিবার ঠিকই পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ নির্ধারনী ম্যাচে এদিন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি সরাসরি দেখাবে গাজীটিভি ও মাছরাঙা টিভি।
সিরিজের প্রথম দুই ওয়ানডে বাংলাদেশ দল খেলেছে গায়ানায়। সেখানকার কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতো। তারই পথ ধরে উইন্ডিজের বিপক্ষে ব্যাট-বলে দারুণ পারফর্ম করেছে মাশরাফি বিন মর্তুজার দর। কিন্তু সেই সুবিধা হয়তো সফরকারীরা তৃতীয় ও শেষ ম্যাচে পাবেন না। ম্যাচটা হবে সেন্ট কিটসের মাঠ ছোট।
এটি ব্যাটিং উইকেট। আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ সবসময়ই ভয়ঙ্কর। অবশ্য টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় বাংলাদেশ ওয়ানডেতে ভাল। সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সফরকারীরা বলার মতো যতটুকু সাফল্য পেয়েছে সেটি ওয়ানডেতেই। সিরিজেও একবার স্বাগতিকদের হারিয়েছে মাশরাফিরা। এখন পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে ৩০ ওয়ানডে খেলে ৮টিতে জিতেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে দুবার সিরিজ জেতার সুখস্মৃতিও আছে সাকিব-তামিমদের।
সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৩ রানে হেরে বসে টাইগাররা।
বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান , তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি।
ওয়েস্ট ইন্ডিজ দল
জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, সিমরন হেটমেয়ার, শাই হোপ, আলজেরি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কিমো পল, কাইরন পাওয়েল, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল।
Discussion about this post