ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এই হারের ব্যাখা কিছুতেই দাঁড় করাতে চাইছেন না মাশরাফি বিন মর্তুজা। কোন অজুহাত নেই তার। সরাসরিই জানালেন, বারবার একই ভুল করেও শিখছে না দল। মাত্র ৩ রানে হার ওয়েস্ট ইন্ডিজের কাছে। অথচ জয়ের সামান্য দুরে ছিল দল। মনে হচ্ছিল সিরিজ জেতা ট্রফি বুধবারই নিশ্চিত হয়ে যাবে। কিন্তু শেষ মুহুর্তের ভুলে সব শেষ!
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের জয়ের জন্য শেষ ওভারে ৮ রান দরকার ছিল। কিন্তু এই সহজ সমীকরণ মেলাতে পারেননি মুশফিকুর রহীম, মোসাদ্দেক হোসেন আর মাশরাফি বিন মুর্তজা। মুশফিক ছিলেন একমাত্র সেট ব্যাটসম্যান। তার উপরই আসলে দলের জয়-পরাজয় নির্ভর করছিলো। কিন্তু টি-টুয়েন্টি বিশ্বকাপ ও গেল আফগানিস্তান সিরিজের মতো শেষ ওভারেই প্রথম বলে উড়িয়ে মারার সেই বাসোনা পেয়ে বসে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। যা কাল হল। বল সোজা আগেই দুই ম্যাচের মত ডিপ মিড উইকেটে ফিল্ডারের হাতে জমা পড়ে। এরপর হার সঙ্গী হয়েছে টাইগারদের।
২০১২ ও ২০১৬ এশিয়া কাপের ফাইনাল, ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ও এ বছর নিদাহাস ট্রফির ফাইনালে হারে বাংলাদেশ। বারবার একই ভুল। হতাশ মাশরাফি বলেন, ‘এমন ম্যাচ হারা তো অবশ্যই হতাশার। শেষ ১৩ বলে ১৪ রান লাগবে, ৬ উইকেট হাতে। ওখন থেকে ম্যাচ হারার কথা নয়। আর এমন না যে এটা প্রথমবার হলো। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার হলো। এটাই বেশি হতাশার। আমরা বারবার ভুল থেকে হয়ত শিখছি না। সহজেই শেষ করা উচিত ছিল।’
কেন এমন ভুলে হারছে বাংলাদেশ। উত্তর জানা নেই মাশরাফির। বলেন, ‘কী বলব, টেকনিক্যাল না মেন্টালি, ব্যাখ্যা করা কঠিন। এমন যদি হতো যে ১২ বলে ২০ রান লাগবে, অন্য কথা ছিল। কিন্তু ১৩ বলে যখন ১৪ লাগবে, তখন টেকনিক্যাল বা মেন্টাল কোনোটিই বলা কঠিন। আমরা এই ধরনের ভুল বারবার করছি। এই ধরনের পরিস্থিতিতে হয়ত নার্ভ আরও সহজ রাখা যেত। বল প্রতি রান দরকার ছিল। এক এক করে রান নিয়েই শেষ করা যেত, যেটা করতে পারিনি আমরা।’
Discussion about this post