ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজে ব্যাটিং ব্যর্থতায় ডুবে আছে। টেস্টে সর্বনিম্ম রানের ইনিংসে লজ্জায় ডুবেছেন সাকিব আল হাসানরা। সেই ব্যাটিং ব্যর্থতায় এবার বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৪ দিনের ম্যাচে সৌম্য সরকার-মুস্তাফিজুর রহমানরা হারলেন ইনিংস ও ৩৮ রানে। আনঅফিসিয়াল টেস্টে বাজে অভিজ্ঞতা হল এ’ দলের।
এরইসঙ্গে শ্রীলঙ্কা জিতে নিয়েছে ৩ ম্যাচের সিরিজ। এর আগে চট্টগ্রামে সিরিজের আগের দুই ম্যাচ ড্র হয়েছিল।
ব্যাটিং ব্যর্থতা প্রথম ইনিংসেই শুরু হয় বাংলাদেশের ‘এ’ দলের। দ্বিতীয় ইনিংসে বৃহস্পতিবার আরো বাজে অবস্থা। শেষ পর্যন্ত চার দিনের ম্যাচটা হারতে হলো আড়াই দিনেই। হঠাৎ ব্যাটিং ধ্বস নামে টাইগারদের।
এর আগে ১ম ইনিংসে বাংলাদেশ ‘এ’ ১৬৭ রানে অলআউট হয়। জবাবে ৩১২ রান তুলে সফরকারী শ্রীলঙ্কা। বৃহস্পতিবার ১ উইকেটে ৫৭ রান নিয়ে মাঠে নামে স্বাগতিক দল। কিন্তু লাঞ্চের খানিক পরই অলআউট হয় ১০৭ রান করে। বিস্ময়কর ব্যাটিং ব্যর্থতা!
চটজলদি ম্যাচ শেষ হবে ম্যাচ এমন ইঙ্গিত ছিল না দ্বিতীয় দিন শেষেও। কিন্তু লঙ্কান বোলিংয়ের সামনে আত্ম সমর্পন করল তারা।
দুই দল এখন সিলেটেই খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ১৬৭/১০ ও ‘এ’ ২য় ইনিংস: ৪৫.৩ ওভারে ১০৭/১০ (সাদমান ১৯, সৌম্য ২৮, মিজানুর ১৩, সাইফ ১৭, জাকির ৩, মিঠুন ০, আফিফ ০, সানজামুল ১৬, নাঈম ৮, মুস্তাফিজ ০*, খালেদ ১; শেহান জয়াসুরিয়া ২/২৩, মাদুশাঙ্কা ০/৯, প্রিয়াঞ্জন ০/৫, পুস্পকুমারা ৬/৪৬, প্রবাথ জয়াসুরিয়া ২/২২)।
শ্রীলঙ্কা ‘এ’ ১ম ইনিংস: ৩১২/১০
ফল: শ্রীলঙ্কা ‘এ’ ইনিংস ও ৩৮ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ‘এ’ ১-০তে জয়ী
ম্যাচসেরা: শেহান জয়াসুরিয়া
Discussion about this post