তিক্ততা ভুলে ফের বাংলাদেশকে আপন করে নিলেন গর্ডন গ্রিনিজ। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে ঢাকা এসেছেন সাবেক এই টাইগার কোচ। এরইমধ্যে সংবর্ধনা পেয়েছেন। যেখানে হাসি-মুখে বোর্ড কর্তাদের সঙ্গে ছবি তুলেছেন। কথা বলেছেন। অথচ এক সময় বিসিবিই তাকে বরখাস্ত করেছিল। সেই গর্ডন বুধবার বেড়াতে গেলেন হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
সেখানে মাশরাফি-মুশফিকদের সঙ্গে দারুণ কিছু মুহুর্ত কাটালেন। সঙ্গে অভিজ্ঞতা থেকে টিপস দিলেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার। দুপুরে মিরপুরে যান গর্ডন। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরীসহ বোর্ডের অন্যান্য উর্ধতন কর্মকর্তারা ফুলেল অভ্যর্থনা জানান তাকে। এরপর স্টেডিয়াম ঘুরে দেখেন ১৯৯৭ সালে বাংলাদেশকে আইসিসি ট্রফি এনে দেওয়া কোচ।
এরপর বিসিবি একাডেমিতে যান তিনি। সেখানে তার জন্যই অপেক্ষমান ছিলেন অনুশীলনরত জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানান মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলের ক্রিকেটারদের অটোগ্রাফসহ টাইগারদের জার্সি তুলে দেন মাশরাফি বিন মর্তুজা। একইসঙ্গে অটোগ্রাফ দেওয়া ক্যাপ তুলে দেন মুশফিকুর রহীম।
৫ দিন বাংলাদেশ সফরে আসা গর্ডন গ্রিনিজ ব্যস্ত সময় কাটালেন। সফর শেষে শুক্রবারই দেশের ফেরার কথা তার।
Discussion about this post