কিছুতেই চোট থেকে মুক্তি মিলছে না! গোড়ালির ইনজুরি এখনো মাঠের বাইরেই রেখেছে মুশফিকুর রহীমকে। শুরুতে বলা হয়েছিল, দুই সপ্তাহের জন্য বিশ্রামেই সব সেরে যাবে। কিন্তু চোটের কারণে বিসিএলের পঞ্চম ও শেষ রাউন্ডে দর্শক হয়ে থাকতে হয় তাকে। এখন পুনর্বাসন প্রক্রিয়ায়মধ্যে আছেন। এরই এক ফাঁকে জাতীয় দলের এই তারকা ক্রিকেটার জানালেন, ৫-১০ শতাংশ সুস্থতার প্রয়োজন রয়েছে। মুশফিক বলেন, ‘ফিটনেস শতভাগ এখনো আসেনি। গত তিন-চার দিন থেকে আমি রানিংও শুরু করে দিয়েছি। স্কিল ট্রেনিং চট জলদি শুরু করব।’
অবশ্য গোটা বাংলাদেশ দলটাই এখন আছে ইনজুরির মিছিলে। সৌভাগ্য এটাই যে এখন আন্তর্জাতিক সূচি নেই। এর মধ্যে সিরাজগঞ্জে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ফুটবল খেলে পায়ের লিগামেন্ট ছিড়ে যায় নাসির হোসেনের। এ কারণে ৬ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। ঘরোয়া লিগে ইনজুরিতে পড়েন পেসার তাসকিন আহমেদ।
কাঁধের ইনজুরিতে ভুগছেন মেহেদী হাসান মিরাজ। ইনজুরিতে কাবু ওপেনার তামিম ইকবালও। হাঁটুর চোটে ছয় মাসের বিশ্রাম দেওয়া হয়েছে জাতীয় দলের এই ওপেনারকে। পাশাপাশি মোসাদ্দেক হোসেনও চোট নিয়ে মাঠের বাইরে।
এ অবস্থায় আফগান সিরিজে ফেরার ব্যাপারে আশাবাদী মুশফিক। বলেন, ‘দেখুন, ডানহাতের কিছু ড্রিল আছে যেগুলো কাজ করলে তাড়াতাড়ি কিছু উন্নতি পাওয়া যায়। আল্লাহর রহমতে আমি খুব খুশি। আশা করছি দ্রুত ফিরতে পারবো।’
Discussion about this post