ট্রফি ধরে রাখার সহজ সমীকরণের সামনে দাঁড়িয়েও লক্ষ্য পূরণ হল না। অথচ ড্র করতে পারলেই বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) টানা দ্বিতীয়বারের মতো শিরোপা পেতো বিসিবি উত্তরাঞ্চল। কিন্তু সেটা হতে দিলেন না আব্দুর রাজ্জাক। খুলনায় মাশরাফি বিন মুর্তজার প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে এই স্পিনারের ঘূর্ণিতে তারা হেরে গেল ইনিংস ও ৬৩ রানে। বিসিএলে এটি দক্ষিণাঞ্চলের তৃতীয় শিরোপা। একটি মাত্র ম্যাচ খেলেই জয়ী দলের সঙ্গী হলেন মাশরাফি।
বিনা উইকেটে ৩২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে উত্তরাঞ্চল অলআউট হয়ে যায় ১১৫ রানে। ইনিংসে ৪৮ রানে ৬ উইকেট নেন বাঁহাতি স্পিনার রাজ্জাক। দুই ইনিংসে ইনিংসে ৫ উইকেট নেন রাজ্জাক। ম্যাচে ১১ উইকেট। নবমবারের মতো ম্যাচে ১০ উইকেট নিলেন এ স্পিনার।
রাজ্জাক এর আগে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। তার দুর্দান্ত বোলিংয়ে উত্তরাঞ্চলকে উড়িয়ে দিয়ে বিসিএলের ষষ্ঠ আসরের শিরোপা ঘরে তুলে দক্ষিণাঞ্চল।
৪৭ পয়েন্ট নিয়ে শেষ রাউন্ড শুরু করা দক্ষিণাঞ্চল ১৮ পয়েন্ট পেয়ে উঠে যায় শীর্ষে। ড্র করতে পারলেই শিরোপা ধরে রাখতে পারতো উত্তরাঞ্চল। কিন্তু হেরে গিয়ে রানার্সআপ হয় জহুরুল ইসলামের দল। তাদের পয়েন্ট ৬২।
সংক্ষিপ্ত স্কোর-
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৮৭/১০ ও ২য় ইনিংস: ৪৩.২ ওভারে ১১৫ (মিজানুর ২০, জুনায়েদ ১৭, শান্ত ৪, ফরহাদ ৬, জহুরুল ১০, ধীমান ৪, আরিফুল ৪, শুভ ৪১, রেজা ০, তাইজুল ৮*, শফিউল ০; মাশরাফি ০/২৪, রাজ্জাক ৪৮/৬, সাকলাইন ৩/৩৪, নাহিদুল ০/২, ইমরুল ১/৬)
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৩৬৫/৮ ডিক্লেয়ার
ফল: দক্ষিণাঞ্চল ইনিংস ও ৬৩ রানে জয়ী
ম্যাচসেরা: আব্দুর রাজ্জাক
Discussion about this post