বেশ কিছুদিন ধরেই তিনি ভোগছিলেন গোড়ালির ব্যথায়। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট লিগের গত রাউন্ডে খেলতে গিয়ে ব্যাথায় কাবু হয়ে পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। চিকিৎসকের সঙ্গে কথা বলে শেষ রাউন্ড থেকে সরিয়ে নেন নিজেকে। শেষ পর্যন্ত ইনজুরির মিছিলে নাম লেখালেন তিনিও। এর আগেই চোটে কাবু নাসির হোসেন, মুশফিকুর রহীম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। কাধে চোট পেয়েছেন মোসাদ্দেক হোসেন!
জুনের শুরুতে আফগানিস্তান ও শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। তার আগে ১৩ মে থেকে শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর আশা, ক্যাম্পের শুরু থেকে পাওয়া যাবে মাহমুদউল্লাহকে। বলেন,’রিয়াদের গোড়ালির ব্যথাটা পুরোনো। তবে ম্যানেজ করে চলছিল। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতেও ব্যথা সামলে খেলেছে। বিসিএলের সবশেষ রাউন্ডে খেলার সময় ব্যথা অসহনীয় হয়ে ওঠে। ওকে একটি ইনজেকশন দেওয়া হয়েছে আর ও বিশ্রামে আছে। অল্প সময়েই ঠিক হয়ে যাবে বলে আশা করি। ক্যাম্পের শুরু থেকেই থাকবে।’
দেবাশীষ চৌধুরী আরো বলেন,’সামনে আমাদের ব্যস্ত মৌসুম। মাহমুদউল্লাহ আমাদেরকে বলেছেন যেন আগামী ৮-১০ মাস টানা নির্বিঘ্নে খেলতে পারে, সেটির ব্যবস্থা নিতে। আমরা সেভাবেই পরামর্শ দিয়েছি।’
Discussion about this post