তার অভিষেক ম্যাচটা ছিল স্বপ্নের মতো! ভারতের বিপক্ষে পাঁচ উইকেট শিকার দিয়ে শুরু। তারপর তাসকিন আহমেদ বল হাতে আগুণ ঝরিয়েছেন। কিন্তু গত টি-টুয়েন্টি বিশ্বকাপে অ্যাকশনে ক্রুটি ধরা পড়ার পর থেকেই সব এলোমলো হয়ে যায়। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সেই পুরনো তাসকিনের দেখা মিলল।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ৯ ম্যাচ এবার তাসকিন উইকেট নিয়েছেন ১৬টি। যদিও এই পেসারের প্রত্যাশা ছিল ৯ ম্যাচে ২০ থেকে ২২ উইকেট। সেটা নিতে না পারায় অতৃপ্ত এই পেসার। তার উপর ইকোনোমি রেট নিয়েও চিন্তিত তিনি। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাপারটি নিয়ে তাসকিন বলেন, ‘অতৃপ্তি তো অবশ্যই আছে। কারণ, ৯ ম্যাচে হয়তো ১৬ উইকেট পেয়েছি। কিন্তু এটা যদি ২০-২২ হতো, ইকোনোমিটা ভাল হতো, তাহলে নিজের ভাল লাগাটা থাকতো। আসলে চেষ্টা তো করেছিলামই, হয়নি। দুর্ভাগ্যবশত হয়নি। আশা করি সামনের দিনগুলো ভাল যাবে, এটাই আমার আশা। হার্ড ওয়ার্ক করব, কিছু ছোট খাট ইনজুরি ছিল ওইগুলো ঠিক করে ফেললেই স্কিল নিয়ে কাজ করলে সামনে আবার ভাল কিছু হবে ইনশাআল্লাহ।’
এখন কম রান দেওয়াতে নজর থাকবে তার। বলেন, ‘এটাই সত্য যে শেষ এক বছর ইকোনোমি রেটের হাইয়ার পারফরম্যান্সটার কন্সিসটেন্সিটা কমে গেছে। এটা আসলে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে শুরু হয়েছে। আমার মনে হয় আমার আরেকটু ফিট হতে হবে। আর স্কিল নিয়ে কাজ করতে হবে। যেহেতু একটা সময় প্রমাণ করেছিলাম ভাল খেলা সম্ভব এটা আবার সামনে হবে। আসলে সব মিলিয়ে একটু ব্যাড প্যাচ যাচ্ছে সব দিকে। যেটা চাচ্ছি মনের মতো হচ্ছে না। আশা করি ভাল হয়ে যাবে।’
সব মিলিয়ে আবারো সুদিনের অপেক্ষায় তাসকিন।
Discussion about this post