পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে গিয়েই বিপত্তি। তামিম ইকবাল ১ মার্চ পেশোয়ার জালমির হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে খেলতে গিয়েই পড়েন হাটুর ইনজুরিতে। ম্যাচে রানআউট থেকে বাঁচতে ডাইভ দিয়ে বাঁ হাঁটুতে ব্যথা পান তিনি। অতীতে তাঁর এ হাঁটুর ওপর দিয়ে অনেক ধকলই গেছে। বছর তিনেক আগে বাঁ হাঁটুর চোট থেকে সেরে উঠতে অস্ট্রেলীয় শল্যবিদ ডেভিড ইয়ংয়ের দ্বারস্ত হন তিনি।
এ অবস্থায় ব্যাংকক গিয়ে বাহাঁটুতে পরীক্ষা করালেন তামিম। সেই পরীক্ষার রিপোর্ট পাঠিয়েছেন অস্ট্রেলিয়ায় সেই ডাক্তার ডেভিড ইয়াংয়ের কাছে। সেখান থেকে মিলেছে সুখবর। তামিমের হাঁটুর এমআরআই স্ক্যান এবং বাকি পরীক্ষার রিপোর্টগুলো দেখে মতামত পাঠিয়েছেন তিনি।
শনিবার বিসিবি কার্যালয়ে ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, তামিমের হাঁটুতে অস্ত্রোপচার করানো লাগবে কি না, তা নিয়ে আমরা সংশয়ে ছিলাম। এবার জানা গেলো, অস্ত্রোপচার করাতে হবে না। এরইমধ্যে তামিম পূনর্বাসন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। ইনজুরি কাটিয়ে ফিরতে তার অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ প্রয়োজন।’
Discussion about this post