এবার বড় স্কোর খেলা হল না। ১৬ বলে ২১ রান করে মাহমুদউল্লাহ রিয়াদ ধরলেন সাজঘরের পথ। নিদহাস ট্রফির ফাইনালে রোববার বাংলাদেশ তুলল ৮ উইকেটে ১৬৬ রান। এই ম্যাচে টি-টুয়েন্টি এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ। কলম্বোতে ভারতের বিপক্ষে নামার আগে হাজার থেকে ৪ রান দূরে ছিলেন তিনি।
ইতিহাস জানাচ্ছে চতুর্থ বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে হাজার রান পূর্ণ করেন তিনি। রিয়াদের এটি ৬৭তম টি-টুয়েন্টি ম্যাচ। আগের ম্যাচে হাজার রান পূর্ণ করেন মুশফিকুর রহীম। সেটি ছিল তার ৬৭তম ম্যাচ।
রোববার সাব্বির ব্যাটে সম্মানজনক পুঁজি পায় টাইগাররা। এই ব্যাটসম্যান করেন ৭৭ রান।
Discussion about this post