একেই বলে ইতিহাস গড়ে জয়। ২০ ওভারের ক্রিকেটে এবারই প্রথম দুইশ ছাড়ানো স্কোর পেল বাংলাদেশ। একইসঙ্গে পেল সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের তৃপ্তি।
শ্রীলঙ্কার বিপক্ষে নিদহাস ট্রফিতে টাইগাররা ৫ উইকেটে জয়ের আনন্দে মাতল শনিবার।
যেখানে মুশফিকুর রহীমের ব্যাট থেকে এসেছে ঝড়ো ৩৫ বলে ৭২। আর লিটন দাস করলেন ১৯ বলে ৪৩ রান। তামিম ইকবাল খেলেন ২৯ বলে ৪৭ রানের ইনিংস। তারই পথ ধরে ইতিহাস গড়া জয়।
চলুন কলম্বোতে অনুষ্ঠিত এই ম্যাচের স্কোরকার্ড দেখে নেই।
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ
শ্রীলঙ্কা: ২০ ওভারে ২১৪/৬ (গুনাথিলাকা ২৬, মেন্ডিস ৫৭, পেরেরা ৭৪, শানাকা ০, চান্দিমাল ২, থারাঙ্গা ৩২*, থিসারা ০, জিবন ৬*; তাসকিন ১/৪০, মুস্তাফিজ ৩/৪৮, রুবেল ০/৪৫, মিরাজ ০/৩১, নাজমুল ০/২০, সৌম্য ০/১১, মাহমুদউল্লাহ ২/১৫)
বাংলাদেশ: ১৯.৪ ওভারে ২১৫/৫ (তামিম ৪৭, লিটন ৪৩, সৌম্য ২৪, মুশফিক ৭২*, মাহমুদউল্লাহ ২০, সাব্বির ০, মিরাজ ০*; চামিরা ১/৪৪, দনঞ্জয়া ০/৩৬, প্রদিপ ২/৩৭, গুনাথিলাকা ০/২২, থিসারা ১/৩৬, অজন্তা ০/২৫, শানাকা ০/১২)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুশফিকুর রহীম
Discussion about this post