কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুশফিকুর রহীমের ব্যাটে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ। নিদহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিদের ৫ উইকেটের স্মরনীয় জয়।মুশফিক শনিবার ৩৫ বলে ৭২ রানের অবিশ্বাস্য ইনিংসেই টি-টুয়েন্টিতে বাংলাদেশকে এনে দেন সবচেয়ে বেশি রান চেজ করে জয়ের রেকর্ড। শ্রীলঙ্কাকে ২ বল আর ৫ উইকেট হাতে রেখে হারাল টাইগাররা।
এদিনই টি-টুয়েন্টিতে প্রথমবারের মতো দুইশ রান করল বাংলাদেশ। সংগত হিসাবেই প্রথমবারের মতো দুইশ রানের লক্ষ্য তাড়া করে জিতল দল। এর আগে ঢাকায় গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে ১৯৩ রান করে বাংলাদেশ। এতো দিন যা ছিল টি-টুয়েন্টিতে তাদের সর্বোচ্চ।
প্রেমাদাসার ভেজা উইকেটের কথা ভেবে এদিন টস জিতে মাহমুদউল্লাহ প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কাকে। তারা নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২১৪ রান তুলে। যা এই মাঠের পাশাপাশি ২০ ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কার সর্বোচ্চ। কিন্তু এরপরই চমক দেখিয়ে ৫ উইকেট আর ২ বল অক্ষত রেখেই জিতল বাংলাদেশ। আর ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসল মাহমুদউল্লাহ রিয়াদের দল। সন্দেহ নেই টি-টুয়েন্টিতে এটি দেশের সেরা জয়ের একটি।
আর টি-টুয়েন্টির ইতিহাসে রান তাড়ার চতুর্থ সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়ল বাংলাদেশ। এ ফরম্যাটে রান তাড়ার সর্বোচ্চ রেকর্ডটি অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে এবছরই অকল্যান্ড ২৪৩ রান তাড়া করে জিতে ছিল অজিরা।
রান পাহাড় টপকাতে শনিবার শুরুতেই দারুণ জুটি গড়েন তামিম ইকবাল আর লিটন দাস। দল ১০ ওভারেই ১০০ তুলে ফেলেন। ৫.৫ ওভারের উদ্বোধনী জুটিতে উঠে ৭৪ রান। লিটন ১৯ বলে ৪৩ রান করেন। ছিল ২ চার ও ৫ ছক্কা।
অার তামিম ৬ চার ও এক ছক্কায় ২৯ বলে ৪৭ রান করেন। এরপর সৌম্য ২ চার ও এক ছক্কায় ২২ বলে ২৪ রান করে বিদায় নিলেও অপ্রতিরোধ্য হয়ে উঠেন মুশফিক। যদিও এরমধ্যে ১১ বলে ঝড়ো ২০ বিদায় নেন মাহমুদউল্লাহ।
কিন্তু অবিচল মুশফিক ২০ ওভারের ক্রিকেটে সেরা ইনিংসটাই যেন খেললেন। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। অপরাজিত ৭২ রানের ইনিংসে ছিল ৫ চার ও ৪ ছক্কা। আর খেললেন মাত্র ৩৫ বল। লিজেন্ডস অব রূপগঞ্জের তারকা ক্রিকেটার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২০ ওভারে ২১৪/৬ (গুনাথিলাকা ২৬, মেন্ডিস ৭৪, পেরেরা ৬২, শানাকা ০, চান্দিমাল ২, থারাঙ্গা ৩২*, থিসারা ০, জিবন ৬*; তাসকিন ১/৪০, মুস্তাফিজ ৩/৪৮, রুবেল ০/৪৫, মিরাজ ০/৩১, নাজমুল ০/২০, সৌম্য ০/১১, মাহমুদউল্লাহ ২/১৫)
বাংলাদেশ: ১৯.৪ ওভারে ২১৫/৫ (তামিম ৪৭, লিটন ৪৩, সৌম্য ২৪, মুশফিক ৭২*, মাহমুদউল্লাহ ২০, সাব্বির ০, মিরাজ ০*; চামিরা ১/৪৪, দনঞ্জয়া ০/৩৬, প্রদিপ ২/৩৭, গুনাথিলাকা ০/২২, থিসারা ১/৩৬, অজন্তা ০/২৫, শানাকা ০/১২)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুশফিকুর রহীম
Discussion about this post