শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়া দলে পরিবর্তন আনেনি টিম ম্যানেজম্যান্ট। পুরনো দলটা নিয়ে শনিবার নিদহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। আর টস ভাগ্যটাও ছিল মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে। হিসেব মতোই অধিনায়ক টস জিতে নিয়েছেন ফিল্ডিং। টুর্নামেন্টে আগের দুই ম্যাচেও টস জয়ী অধিনায়করা প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন।
এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জেতা শ্রীলঙ্কা তাদের আগের একাদশ নিয়েই নেমেছে। আর বাংলাদেশ দলে ৫ বিশেষজ্ঞ বোলারের সঙ্গে খেলছেন ৬ বিশেষজ্ঞ ব্যাটসম্যান।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।
শ্রীলঙ্কা দল: দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, দিনেশ চান্দিমাল, উপুল থারাঙ্গা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, জিবন মেন্ডিস, আকিলা দনঞ্জয়া, দুশমন্থ চামিরা, নুয়ান প্রদিপ।
Discussion about this post