ইনজুরি থেকে এখনো মুক্তি মিলেনি। মাঠের বাইরে থেকে রীতিমতো হাঁপিয়ে উঠেছেন সাকিব আল হাসান। কিন্তু কিছুতেই মিলছে না ফিটনেস সার্টিফিকেট। ফেরার পথ পরিস্কার করতেই অস্ট্রেলিয়ান চিকিৎসকের দ্বারস্থ হবেন এই অলরাউন্ডার। এরমধ্যে দেখিয়ে এসেছেন ব্যাংককের দুইজন অর্থোপেডিক সার্জনকে। সাকিবের আঙুলে থেরাপি দেয়ার কথা বলা হয়েছে।
তার আগে মঙ্গলবার দুপুরে কলম্বো যাচ্ছেন সাকিব। এরপর সেখান থেকেই দুই একদিনের মধ্যে অস্ট্রেলিয়া যাবেন তিনি। ৯ মার্চ অস্ট্রেলিয়ায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয়া আছে তার।
অজি চিকিৎসকদের দেখানোর পরই আসলে জানা যাবে তার হাতের অবস্থা কি। ব্যাংকক থেকে ফেরার পরে আমরাও ধোয়াশার মধ্যেই আছেন সবাই। আঙুলের চোট নিয়ে পরিস্কার তথ্য জানতেই এমন উদ্যোগ নিয়েছে বিসিবি।
এই চোট সাকিবকে ঘরের মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজে খেলতে দেয়নি। একইসঙ্গে নিদাহাস ট্রফিতেও নেই তিনি। তাইতো তার বদলে টি-টুয়েন্টি এই টুর্নামেন্টে টাইগারদের নেতৃত্বে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
Discussion about this post