তার প্রতিভার ঝলক দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরেই। মাঠের ক্রিকেট দিয়ে বরাবরই আলোচনায় থাকছেন রশিদ খান। সেই ধারাবাহিকতা দিয়ে এবার আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিয়ের শীর্ষে উঠলেন আফগানিস্তানের এই লেগ স্পিনার। ওয়ানডে বোলারদের শীর্ষে ওঠা সবচেয়ে কম বয়সী বোলার তিনি।
মঙ্গলবার র্যাঙ্কিং প্রকাশের দিনে রশিদের বয়স মাত্র ১৯ বছর ১৫৩ দিন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ৫ ম্যাচে ১৬ উইকেট নিয়ে এগোলেন ৮ ধাপ। ক্যারিয়ার সেরা ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে তাইতো শীর্ষে উঠে গেলেন তিনি।
শীর্ষে অবশ্য রশিদ একা নন। যৌথভাবে শীর্ষে তার পাশে আছেন জাসপ্রিত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ৮ উইকেট নিয়ে এগোলেন দুই ধাপ। ৭৮৭ রেটিং পয়েন্ট তারও দখলে।
রশিদ অলরাউন্ডারদের মধ্যেও এগিয়ে যাচ্ছেন। তাইতো ১১ ধাপ এগিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এখন চার নম্বরে আছেন তিনি। আফগানিস্তানের এই লেগ স্পিনার ৩৭ ওয়ানডেতে নেন ৮৬ উইকেট। দ্রুততম একশ উইকেটের রেকর্ড গড়ার দৌড়ে আছেন তিনি।
এদিকে অলরাউন্ডারদের শীর্ষ তিনে বদল হয়নি। এক, দুই ও তিনে যথাক্রমে আছেন সাকিব আল হাসান, মোহাম্মদ হাফিজ আর মোহাম্মদ নবি।
Discussion about this post