শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে খেলা হচ্ছে না তামিম ইকবালের। কাঁধ এবং বাহুর মাংসপেশিতে ব্যাথা রয়েছে এই ওপেনারের। বিকেলে ম্যাচ শুরুর আগেই জানা গেল প্রথম টি-টুয়েন্টি ম্যাচে খেলতে পারছেন না জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার। তার পরিবর্তে খেলানো হচ্ছে উইকেটরক্ষক ব্যাটসম্যান নবাগত জাকির হাসানকে।
জাকির ছাড়াও বৃহস্পতিবারের এই টি-টুয়েন্টি লড়াইয়ে অভিষেক হল আরিফুল হক, আফিফ হোসেন ও নাজমুল অপুর।
আফিফ বিপিএল দিয়ে নজরে আসেন। অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। আবার যুব বিশ্বকাপে ব্যাটে-বলে পারফর্ম করে আইসিসির সেরা উদীয়মান ক্রিকেটারও হয়েছেন তিনি।
বিপিএলে আরিফুল ব্যাটে ঝড় তুলে নজর কাড়েন। মিডলঅর্ডারে ১১ ইনিংসে ২৯.৬২ গড়ে ২৩৭ রান করেন। রাজশাহী কিংসে খেলা জাকির বিপিএলে ৮ ম্যাচে ২৪.১৪ গড়ে ১৬৯ রান করেন। বাঁহাতি স্পিনার নাজমুল অপুও ঘরোয়া ক্রিকেটে ভাল করার পুরস্কারটাই পেয়েছেন।
এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টিতে একসঙ্গে অভিষেক হয়েছিল চার টাইগার ক্রিকেটারের।
বৃহস্পতিবার অফ স্পিনিং অলরাউন্ডার আফিফকে ক্যাপ দেন তামিম ইকবাল। উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকিরকে টুপি দিয়েছেন মুশফিকুর রহীম। বাঁহাতি স্পিনার নাজমুলকে টুপি পড়ালেন মাহমুদউল্লাহ। অলরাউন্ডার আরিফুলকে ক্যাপ দেন খালেদ মাহমুদ।
বৃহস্পতিবার মিরপুরের শেরবাংলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
Discussion about this post