নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অবশ্য প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা পায়নি বাংলাদেশ। ৬ষ্ঠস্থান নিয়েই ফিরছে জুনিয়র টাইগাররা। তবে কয়েকজন ক্রিকেটারের নৈপুন্য মুগ্ধ করেছে। তারমধ্যে অন্যতম আফিফ হোসেন। নিউজিল্যান্ডের কন্ডিশনে ব্যাটে-বলে নিজেকে মেলৈ ধরেছেন তিনি। টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে চারটি ফিফটি করেছেন, নিয়েছেন ৮টি উইকেট। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এ অলরাউন্ডারকে ‘উদীয়মান তারকা’ আখ্যা দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বােচ্চ সংস্থা আইসিসি।
আইসিসি তাদের ওয়েবসাইটে আফিফকে নিয়ে লিখেছে, ‘কঠিন সময়ে পারফর্ম করার সামর্থ্য দেখিয়েছে আফিফ হোসেন। পুরো প্রতিযোগিতায় সে মোট চারটি ফিফটি করেছে। ইংল্যান্ডের বিপক্ষে ৭১ রানের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিপক্ষেই ১৫ রানে ৩ উইকেট নিয়েছে ও। যার ফলে ইংলিশরা অল্পতেই অলআউট হয়।’
একইসঙ্গে আফিফ জায়গা করে নিয়েছেন বিখ্যাত ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর একাদশে। এ ওয়েবাসাইটের গড়া যুব বিশ্বকাপের সেরা একাদশে একমাত্র বাংলাদেশের প্রতিনিধি এই অলরাউন্ডার। এই ক্রিকেটারের মধ্যে আগামী দিনের সাকিবকেই দেখছেন অনেকে।
Discussion about this post