স্রোতের বিপরীতে লড়াই করে শেষ পর্যন্ত সফল মুমিনুল হক। তার সঙ্গে লিটন দাসও ক্যারিয়ার বাঁচানো ইনিংসটা খেলে ফেললেন। সব মিলিয়ে চট্টগ্রাম টেস্টেও হার এড়িয়ে ফেলল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। ৩ উইকেটে ৮১ রান নিয়ে রোববার শেষ দিন শুরু করেছিল টাইগাররা। তখনো ইনিংস পরাজয় এড়াতে দরকার ছিল ১১৯ রান। ২য় ইনিংসে বাংলাদেশ ৫ উইকেটে ৩০৭ রান তুলতেই দুই অধিনায়কের সিদ্ধান্তে ম্যাচ ড্র হয়। এদিন দুই অধিনায়কের সম্মতিতে ১৭ ওভার আগেই খেলা শেষ হয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির অনন্য রেকর্ড গড়েন মুমিনুল। প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থেকে আউট লিটন দাস।
দ্বিতীয় ইনিংসে ১০০ ওভারে ৫ উইকেটে ৩০৭ রান তুলে বাংলাদেশ। তখন ১০৭ রানে এগিয়ে ছিল স্বাগতিকরা। অধিনায়ক মাহমুদউল্লাহ ২৮ ও মোসাদ্দেক হোসেন ৮ রানে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ২য় ইনিংস: ১০০ ওভারে ৩০৭/৫ (তামিম ৪১, ইমরুল ১৯, মুমিনুল ১০৫, মুশফিক ২, লিটন ৯৪, মাহমুদউল্লাহ ২৮*, মোসাদ্দেক ৮*; হেরাথ ২/৮০, লাকমল ০/২৫, ধনঞ্জয়া ১/৪১, দিলরুয়ান ১/৭৪, সান্দকান ১/৬৪, কুমারা ০/১৬, মেন্ডিস ০/২) ও বাংলাদেশ ১ম ইনিংস: ৫১৩/১০
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৭১৩/৯, ইনিংস ঘোষণা
ফল: ২ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট ড্র
ম্যাচসেরা: মুমিনুল হক
Discussion about this post