২০ ওভারের ক্রিকেটে ধারাবাহিতভাবে ভাল খেলার পুরস্কার মিলল। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দুই ম্যাচে বল-ব্যাট হাতে জ্বলে উঠে ঘুরিয়ে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট দল। পরপর দুই ম্যাচে কিউইদের হারিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের র্যাংকিংয়ের শীর্ষে আবারও ফিরল সরফরাজ আহমেদের দল। টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রোববার ১৮ রানে নিউজিল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান। দলটির জয়ে ব্যাট হাতে হাতে ৩৬ বলে ৫ চার ও ১ ছয়ে ফখর জামান করেন ৪৬ রান। তার সঙ্গে জ্বলে উঠলেন উমর আমিন (৭ বলে ৩ ছয়ে ২১) ও আমির ইয়ামিন (৬ বলে ১ চার ও ১ ছয়ে ১৫)। তাতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় সরফরাজ আহমেদের দল। জবাব দিতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রানে থামে কিউইরা। তাতে প্রথম টি-টোয়েন্টিতে হারা পাকিস্তান টানা দুই জয়ে ২-১ ব্যবধানে জিতল সিরিজও।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে পাকিস্তানের হয়ে ৪ ওভারে ১৯ রানে ২টি উইকেট নেন শাদাব খান। এছাড়া উমর আমিন, আমির ইয়ামিন, রুম্মন রইস, মোহাম্মদ আমির ও ফাহিম আশরাফ নেন ১টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ২০ ওভারে ১৮১/৬ (ফখর ৪৬, শেহজাদ ১৯, বাবর ১৮, সরফরাজ ২৯, সোহাইল ২০*, আমিন ২১, আশরাফ ৮, ইয়ামিন ১৫*; সাউদি ০/৩৯, বোল্ট ১/৩৩, ডি গ্র্যান্ডহোম ১/৩৬, সোধি ২/৪৭, স্যান্টনার ২/২৪)
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৬৩/৬ (গাপটিল ৫৯, উইলিয়ামসন ৯, কিচেন ১৬, ব্রুস ২২, ডি গ্র্যান্ডহোম ১, টেইলর ২৫, ব্লানডেল ৩*, স্যান্টনার ২৪*; ইয়ামিন ১/২৫, রাইস ১/৪১, আমির ১/২৩, আশরাফ ১/৫৫, শাদাব ২/১৯)
ফল: পাকিস্তান ১৮ রানে জয়ী
সিরিজ: ২-১ ব্যবধানে জয়ী পাকিস্তান
ম্যাচসেরা: শাদাব খান
সিরিজ সেরা: মোহাম্মদ আমির
Discussion about this post