মাত্র ৮২ রানে অলআউট, এরপর দশ উইকেটে হার। এরপর অজুহাত দাঁড় করানোর কোন সুযোগই থাকে না! সেটা করছেনও না মাশরাফি বিন মতুর্জা। শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজে হারের পর চোখ রাখছেন সামনে। ফাইনালের আগে এমন ব্যর্থতাকে সতর্কবার্তা হিসেবেই দেখছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
মিরপুরে নিজেদের গুরুত্বহীন ম্যাচে ২৪ ওভারে ৮২ রানে অলআউট হয়। তারপর ১০ উইকেটের বড় ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, ‘ফাইনালের আগে এটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল, সর্তকবার্তা। আমরা আসলে খুব বাজে ব্যাটিং করেছি।’ এখানেই শেষ নয় আরো বলেন, ”আমরা জানি যে শ্রীলঙ্কা আমাদের হারাতে পারে। এভাবে আমরা হারব সেটা কেউই প্রত্যাশা করিনি। শেষ তিন ম্যাচ যেভাবে খেলেছি, এর পর এভাবে হারব সেটা হয় না। ম্যাচ নিয়ে এখন বিশদ ব্যাখ্যা করাও কঠিন। যেভাবে আমরা শেষ তিন ম্যাচ খেলেছি সেভাবেই আমাদের চিন্তা করতে হবে। আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। ফাইনালের আগে এটা আমাদের জেগে ওঠার বার্তা। স্নায়ু আরও শক্ত করতে হবে।’
দলের দুই ক্রিকেটার সাব্বির রহমান আর নাসির হোসেন আবারো ব্যর্থ। তাদের নিয়ে মাশরাফি বললেন, ‘দেখুন, ওদের আরও ভালো কিছু করার সুযোগ ছিল। উইকেটে আরও সময় কাটাতে পারত। ২০-২২ ওভারে অলআউট হয়েছি। যে সময়টা পেয়েছিল ওরা, যদি স্ট্রাইক রেট কমও হতো, তাহলেও কেউ প্রশ্ন তুলত না। আমার কাছে মনে হয়, তাদের জন্য আজকে একটা ভালো সুযোগ ছিল।’
শনিবারই ত্রিদেশীয় ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার সঙ্গে লড়বে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলায় ম্যাচটি শুরু দুপুর ১২টায়
Discussion about this post