এবার ব্যাটিং শিখছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ দলের নতুন টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের উদোগ্যে ব্যাটিংয়েও আগ্রহ দেখাচ্ছেন তিনি। ব্যাট করা শিখছেন এই স্পিড স্টার। বোলারদের স্কিল নিয়ে কাজ করার পাশাপাশি, নিয়মিত নেটেও বল করাচ্ছেন সুজন। একই সঙ্গে চলছে ব্যাটিং অনুশীলন।
শনিবার মিরপুর শেরেবাংলা একাডেমিতে দীর্ঘ সময়েই তাসকিন-রুবেলদের দেখা গেল সেই ভুমিকায়। যা মাঠের ক্রিকেটেও দলের প্রয়োজনে কাজে লাগাতে চান তারা। অনেক ক্লোজ ম্যাচ আছে যেখানে চাইলেই বোলাররা ব্যাট হাতে শেষ দিকে ভূমিকা রাখতে পারেন। সে জন্য বোলারদের টুকটাক অনুশীলন এবং ব্যাটিংয়ের অভ্যাস গড়ে উঠলে দলেরেই লাভ হবে বেশি। এমনটাই মনে করেন তাসকিন, ‘আসলে আমরা ব্যাটিং অনুশীলন উপভোগ করছি। সত্যি কথা বলতে, অনেক ক্লোজ ম্যাচে বোলারদের ভূমিকা রাখতে হয়। সে ক্ষেত্রে অন্য দেশের বোলাররা ব্যাট হাতে অনেক বেশি উন্নত। আমাদের যে হয়নি তা বলবো না। আমরাও আগের থেকে উন্নতি করছি; কিন্তু আমাদের বোলারদের আরো উন্নতি করতে হবে। আমরা যদি শেষের দিকের ব্যাটসম্যানরা ১৫-২০টা রান করতে পারি তাহলে দলের জন্য ভাল। আর সাথে সাথে ম্যাচ জেতারও সম্ভাবনা বেড়ে যাবে অনেক বেশি।’
ব্যাটিং অনুশীলনে কি শিখছেন তাসকিন? ব্যাপারটি নিয়ে এ ডানহাতি বলেন,‘আসলে পজিটিভ ব্যাটিং অনুশীলন করছি আমরা। বাজে বলে বোলারদের গুড়িয়ে দিচ্ছি। উল্টা-পাল্টা না খেলা। সোজা ব্যাটে খেলা। সব মিলিয়ে অনেক উন্নতি হচ্ছে। আশাকরি, সামনে আমাদের বোলারদের সবাই আরো ভাল ব্যাটিং করবে।’
প্রতিদিনের মতো গতকালও টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বোলিংয়ে পাশাপাশি শফিউল-মোস্তাফিজদের বোলিংয়ের ভুলগুলো শুধরে দিচ্ছিলেন। ব্যাপারটি সবাই কেমন উপভোগ করছেন তাসকিনরা,‘আসলে আমরা সবাই স্কিল নিয়ে কাজ করছিলাম। সেটা মূলতঃ সিম পজিশন ঠিক করার জন্য। যার যেটা ভাল জায়গা সেটা নিয়া কাজ করা। আউট সুইং, ইন সুইং, কাটার- এসব নিয়ে কাজ করা। তেমন বেশি কিছু না। বেসিকটা নিয়ে কাজ করা হচ্ছে। যার যেটা ভাল সেটা নিয়ে এবং তা আরো শক্ত করা নিয়ে সুজন স্যার আমাদের অনুশীলন করাচ্ছিলেন।’
সামনেই শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের পুরোনো গুরু চন্ডিকা হাথরুসিংহের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। ব্যাপারটি পজিটিভ হিসেবেই দেখছেন তাসকিন। নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারলে সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন এই স্পিড স্টার। ‘হাথুরুসিংহে অনেক দিন আমাদের কোচ ছিলেন। সে আমাদের ভালো মন্দ সবকিছু জানে। কার শক্তি কোনটা বা কার দুর্বলতা কোনটা সেটা সে জানে। এর জন্য তারা কিছুটা সুবিধা পেতে পারে তবে আমার বিশ্বাস দেশের মাটিতে নিজের সামর্থ্য অনুযায়ী খেললে সিরিজ জিততে পারবো।’
Discussion about this post