তাকে অলরাউন্ডার হিসেবেই ভাবা হয়। যদিও ব্যাটিং নয়, বোলিংয়েই আলো ছড়াচ্ছেন তিনি। অবশ্য এতে উদিগ্ন নন মেহেদী হাসান মিরাজ। আপাতত ব্যাটিং নিয়ে ভাবছেন না এই ডানহাতি স্পিনার। কারণ ফরম্যাটে মিরাজকে বেশিরভাগ সময় ব্যাট হাতে নামতে হয় আট নম্বরে। তখন আর তেমন কিছুই করার থাকেনা। এটাতে অবশ্য আপত্তি নেই তার। বললেন, ‘বাংলাদেশ দলে এখন ব্যাটিং অর্ডার যেমন আছে, তাতে করে আমাকে লেট অর্ডারে ব্যাটিং করতে হবে। কিন্তু আমি খুশি। সামনে সুযোগ পেলে ব্যাটিংয়ে উন্নতি করে উপরে খেলার চেষ্টা করব। এখন বোলার হিসেবে আছি, এটাতেই আমি সন্তুষ্ট। বোলিং নিয়ে আমি খুশি। আমার কাছ থেকে দল বোলার হিসেবেই ভালো কিছু চায়।’
ক্যারিয়ারে ১০টি টেস্টে ১টি হাফসেঞ্চুরিতে ১৬.৫২ গড়ে ২৮১ রান করেছেন মিরাজ। ৭ ওয়ানডেতে একটি হাফসেঞ্চুরিতে ২১.৫০ গড়ে এ ডানহাতি করেছেন ৮৬ রান। টি-টোয়েন্টি তিন ম্যাচে করেছেন ২৭ রান। তাইতো আপাতত ব্যাটিং নিয়ে খুব একটা ভাবছেন না তিনি।
জানুয়ারিতে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজে ঘরের মাঠে মিরাজের কাছে মনে হয়েছে, দল তার কাছ থেকে আগে বোলিংটায় চাই। তাই আপাতত সেদিকেই মনোযোগ দিচ্ছেন তিনি। ‘নতুন বছরে আমাদের অনেক খেলা আছে। আমাদের শুরুর চ্যালেঞ্জটা অনেক বেশি। সবচেয়ে বড় কথা সবার ফিট থাকতে হবে। দলের সবাই ফিট থাকলে সবার মধ্য থেকে সেরাটা বের হয়ে আসে। আমি আশাবাদী, আমাদের দলটা ভালো কিছু করবে।’
Discussion about this post