ব্রিটেনের প্রভাবশালী পত্রিকার রায় বলে কথা! নিশ্চিত করেই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে এই সম্মান উচ্ছসিত করবে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহীমকে। বছর জুড়ে সাফল্যের স্বীকৃতি মিল। নামী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেলেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহীম। তিনদিন আগে
ভারতের নামী ধারাভাষ্যকার হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন সাকিব। সেই সুখবরের রেশ থাকতেই আরেক প্রাপ্তি।
বছরের সেরা টেস্ট ক্রিকেটারদের বেছে নিয়ে টেস্ট একাদশ গড়েছে গার্ডিয়ান। যেখানে হিসেব অনুযায়ী ডিন এলগার, মিচেল স্টার্ক, বিরাট কোহলিরা একাদশে জায়গা পেয়েছেন। আর বিশেষজ্ঞ অলরাউন্ডার হিসেবে আছেন সাকিব। ২০১৭-এর শুরুতেই ওয়েলিংটন টেস্টে টিম সাউদি, ট্রেন্ট বোল্টের বিপক্ষে ২১৭ রান করেন এ বাঁহাতি অলরাউন্ডার।
টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসকে এগিয়ে রেখেছে পত্রিকাটি। তবলা হয়েছে সাকিবের বর্ষসেরা পারফরম্যান্স এসেছে ঢাকায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৮৪ রান করার পাশাপাশি ১৫৩ রানে ১০ উইকেট নেন এই স্পিনার। আর এ বছর ৪৭.৫ গড়ে ৬৬৫ রান করেন তিনি, নেন ২৯টি টেস্ট উইকেট।
দলে উইকেটরক্ষকের চেয়েও ব্যাটসম্যান বেশি ভূমিকা রাখেন মুশফিক। এ বছর টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন তিনি। ৫৪.৭১ গড়ে ৭৬৬ রান। সঙ্গে ১২টি ক্যাচ ও ২টি স্টাম্পিং। বর্ষসেরা টেস্ট দলের উইকেটরক্ষক তিনি। ওয়েলিংটনে টেস্টে ১৫৯ রান করেন। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টেও ১২৭ রান করেন তিনি।
গার্ডিয়ানের বর্ষসেরা একাদশ
ডেভিড ওয়ার্নার, ডিন এলগার, চেতেশ্বর পুজারা, স্টিভ স্মিথ, বিরাট কোহলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জেমস অ্যান্ডারসন, কাগিসো রাবাদা।
Discussion about this post