খুলনা বিভাগ শিরোপা জেতাটাকে রীতিমতো অভ্যাসে পরিনত করেছে। এনিয়ে টানা তিনবারের মতো জাতীয় ক্রিকেট লিগের ট্রফি জিতেছে তারা। ১৯তম জাতীয় লিগের শেষ রাউন্ডে ঢাকাকে ইনিংস ও ৪৯ রানের ব্যবধানে হারায় তারা। এরই পথ ধরে শিরোপা জয়ের হ্যাটট্রিক করল দলটি। একইসঙ্গে সর্বোচ্চ ছয়বার শিরোপা জয়ের রেকর্ড গড়ল খুলনা। তবে টানা শিরোপা জয়ের রেকর্ডটা আগের মতোই আছে রাজশাহীর। তারা টানা চারবার শিরোপা জয়ের রেকর্ড গড়ে।
ইনিংস ব্যবধানে জেতায় ৮ পয়েন্টের সঙ্গে খুলনা পায় একটি বোনাস পয়েন্টও। ৬ ম্যাচে দুই জয় ও চার ড্র’তে ২৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।
শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে ম্যাচের চতুর্থ দিনের প্রথম সেশনেই ঢাকার শেষ ৬ উইকেট তুলে নেন মিরাজ-মোস্তাফিজ-রাজ্জাকরা। ঢাকার দ্বিতীয় ইনিংস থামে ২৯৭ রানে। প্রথম ইনিংসে মিরাজ ৭ উইকেট তুলে ঢাকাকে অলআউট করেন ১১৩ রানে। এরপর এনামুল হক বিজয়ের ডাবল সেঞ্চুরি (২০২) ও মেহেদীর ১৭৭ রানে ৮ উইকেটে ৪৫ করে ইনিংস ঘোষণা করে খুলনা। তারপর সেই রান পাহাড়ে আটকে যায় ঢাকা।
খুলনার বোলার মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন নেন তিনটি করে উইকেট। আব্দুর রাজ্জাক দুটি, মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান নিয়েছেন একটি করে উইকেট। দুই ইনিংস মিলে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হলেন মিরাজ।
Discussion about this post