বাংলাদেশ ক্রিকেটের সেরা প্রতিভাদের একজন মাশরাফি বিন মর্তুজা। সব ভাল কিছুর সঙ্গেই আছেন তিনি। এবারো এই অলরাউন্ডার ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। তার সঙ্গে যুক্ত হচ্ছে আরেক কিংবদন্তি আমিনুল ইসলাম বুলবুল। তাকে ২০১৮ সালের প্রিমিয়ার লিগে ডাইরেক্টর অফ কোচিং পদে মনোনীত করেছে রূপগঞ্জ। এই খবরটা মাশরাফি নিজেই দিয়েছেন। গণমাধ্যমকে তিনি জানান, ‘বুলবুল ভাই ক্রিকেটের আধুনিক কোচিং দর্শনের অনেকটাই আত্মস্থ করে ফেলেছেন। কাকে কিভাবে টেকনিক্যালি সাউন্ড করা যায়, কার দূর্বলতা কী করে দুর করা যায়; বুলবুল ভাই সেটা জানে। আমার মনে হয়, তিনি খুব ভাল কোচ হয়ে উঠেছেন। তার কোচিং দর্শন ও কলা কৌশলটাও বেশ ভাল।’
জানা গেছে মাশরাফির একান্ত ইচ্ছে ছিল, ঢাকার ক্লাব ক্রিকেটে তার দল লিজেন্ডস অফ রূপগঞ্জের কোচিং যেন করান বুলবুল। তারই বাস্তবতার ছোঁয়া পাচ্ছে এবার। সব ঠিক মতো হলে ঢাকা প্রিমিয়ার লিগে এবার টেস্টের প্রথম সেঞ্চুরিয়ান বুলবুলের দেখা মিলবে। ২০১৮ সালের ঢাকা লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জ কোচ হবেন তিনি।
তবে জানা গেছে ঠিক প্রথাগত কোচ বলতে যা বোঝায়, সে পদে থাকবেন না আমিনুল ইসলাম বুলবুল। পুরোদস্তুর কোচিংও করবেন না। তার পক্ষে লিগ চলাকালিন দু’মাসের বেশি সময় থাকা সম্ভব নাও হতে পারে। এমন চিন্তায় ডিরেক্টর অফ কোচিং পদ দেয়া হয়েছে তাকে।
শোনা যাচ্ছে জাতীয় দলের সাবেক সদস্য সেলিম শাহেদকে ম্যানেজার করতে চাইছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। যদিও বার লিগে ম্যাচ রেফারির দায়িত্ব পালনের প্রস্তাব আছে তার সামনে। সেলিম সাহেদ এ অবস্থায় এখনো সিদ্ধান্ত নিতে পারেন নি।
Discussion about this post