জেমস অ্যান্ডারসন ও ক্রিস ওকসের বোলিং তোপে ম্যাচে প্রাণ ফিরে এসেছে। মাত্র ১৩৮ রানেই অলআউট অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসন ৫টি ও ওকস নেন ৪টি উইকেট। তারপরও প্রথম ইনিংসে ২১৫ রানে এগিয়ে থাকায় স্বাগতিকদের লিড দাঁড়ায় ৩৫৪ রান। জবাব দিতে নেমে শুরুতেই হোঁঠট খেলেও ইংল্যন্ডকে ঠিকই পথ দেখাচ্ছেন জো রুট। জিততে পারে যে কেউ। সব মিলিয়ে রোমাঞ্চ ছড়াচ্ছে অ্যাডিলেড টেস্টে।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে মঙ্গলবার জো রুটের ব্যাটে ভর করে ৪ উইকেটে ১৮০ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা। জয় থেকে ইংলিশরা এখনো দূরে ১৭০ রানে। ৬৭ রান নিয়ে অপরাজিত রূট। মূলত তার ব্যাটেই স্বপ্ন দেখছে ইংলিশরা।
৩৫৪ রানের বড় লক্ষ্যেকে সামনে রেখে চা বিরতির আগেই দুই ওপেনার অ্যালিস্টার কুক (১৬) ও মার্ক স্টোয়েনম্যানকে (৩৬) হারিয়ে বসে ইংল্যান্ড। তখন দলটির স্কোরে বোর্ডে রান ৫৪। এরপর জেমস ভিন্সকে নিয়ে এগিয়ে যেতে থাকেন রুট। গড়ে তোলেন ৩৭ রানের জুটিও। কিন্তু চা বিরতির পর মিচেল স্টার্কের বলে খেঁই হারিয়ে বসলেন ভিন্স (১৫)। এরপরের গল্পটা শুধুই রুট-মালানের। চতুর্থ উইকেটে তারা গড়েন মূল্যবান ৭৮ রানের জুটি। এরইমধ্যে রুট তুলে নেন হাফসেঞ্চুরি। সে সময় দিনের খেলা মাত্র বাকি ছিল সাত ওভার। ঠিক তখনই সফরকারী শিবিরে আঘাত করেন প্যাট কমিন্স। দুর্দান্ত ডেলিভারিতে ডেভিড মালানকে (২৯) বোল্ড করে এ ডানহাতি ফেরান সাজঘরে। কিন্তু ঠিকই একপ্রান্ত আগলে ইংল্যান্ডকে অ্যাডিলেড টেস্ট জয়ের স্বপ্ন দেখাচ্ছেন রুট।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৪২/৮(ডি) ও অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৫৮ ওভারে ১৩৮ (আগের দিন ৫৩/৪)(ব্যানক্রফট ৪, ওয়ার্নার ১৪, খাওয়াজা ২০, স্মিথ ৬, হ্যান্ডসকম ১২, লায়ন ১৪, মার্শ ১৯, পেইন ১১, স্টার্ক ২০, কামিন্স ১১*, হেইজেলউড ৩; অ্যান্ডারসন ৫/৪৩, ব্রড ০/২৬, ওভারটন ১/১১, ওকস ৪/৩৬, মইন ০/২০)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ২২৭/১০ ও ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৩৫৪) ৬২ ওভারে ১৭৬/৪ (কুক ১৬, স্টোনম্যান ৩৬, ভিন্স ১৫, রুট ৬৭* মালান ২৯, ওকস ৫*; স্টার্ক ২/৬৫, হেইজেলউড ০/৩৭, কামিন্স ১/২৯, লায়ন ১/৩৭)
Discussion about this post