সব সমীকরণ শেষে ঠিক হল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেরা চার। রোববার শেষ দল হিসেবে প্লে-অফের টিকিট পেল রংপুর রাইডার্স। খুলনা টাইটানসকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে দলটি। একই সঙ্গে মাশরাফি বিন মুর্তজার দল বিদায় নিশ্চিত করে দিয়েছে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংসের। এর আগেই খুলনা, ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স শেষ চার নিশ্চিত করেছিল।
কুমিল্লার শীর্ষে। দুইয়ে আছে ঢাকা। ফরম্যাট অনুযায়ী শীর্ষ দুটি দল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। জয়ী দল ফাইনালে গেলেও হেরে যাওয়া দলটি আরও একটি সুযোগ পাবে ফাইনালে যাওয়ার। এ অবস্থায় সেরা দুইয়ে থাকতে চাইবে খুলনা, রংপুর ও ঢাকা।
বিপিএলের দ্বিতীয় পর্বের খেলাগুলো হবে ৮ ও ১০ ডিসেম্বর। আর ফাইনাল ১২ ডিসেম্বর।
বিপিএলের পয়েন্ট তালিকা
দল | ম্যাচ | জয় | হার | পরিত্যক্ত | পয়েন্ট |
কুমিল্লা | ১০ | ৮ | ২ | ০ | ১৬ |
ঢাকা | ১১ | ৬ | ৪ | ১ | ১৩ |
খুলনা | ১১ | ৬ | ৪ | ১ | ১৩ |
রংপুর | ১১ | ৬ | ৫ | ০ | ১২ |
সিলেট | ১১ | ৪ | ৬ | ১ | ৯ |
রাজশাহী | ১১ | ৪ | ৭ | ০ | ৮ |
চিটাগং | ১১ | ২ | ৮ | ১ | ৫ |
Discussion about this post