একটুর জন্য জয়ের বন্দরে পৌঁছা হল না। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারত নারী ‘এ’ দল জিতেছে ৩২ রানে। হুবলির কেএসসিএ স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২১৫ রান করে ভারত। জবাবে ৬ উইকেটে ১৮৩ রান করে বাংলাদেশের নারীরা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধীরে খেলেন বাংলাদেশের মেয়েরা। যার মাশুল গুণে ৩৬ ওভারে ১০১ তুলতেই সফরকারীরা হারিয়ে বসে ৫ উইকেট। শেষ পর্যন্ত লাল-সবুজদের পরাজয়ের ব্যবধা কমান রুমানা ও নিগার সুলতানা। উইকেটকিপার নিগার ৪৯ বলে করেন ৩২ রান। অধিনায়ক রুমানা ৩৪ বলে অপরাজিত থাকেন ৩৯ রানে। এছাড়া লতা মন্ডল করেন ৯২ বলে ৩৫ রান। সালমা খাতুন ৫১ বলে করেন ১৬ রান।
তারও আগে উদ্বোধনী জুটিতে শতরান তুলে ভারতের মেয়েরা। এরপরই দারুণ বোলিংয়ে স্বাগতিকদের বড় সংগ্রহ গড়তে দেননি নিহার নাহিদা আক্তার, শারমিন, সালমা, রুমানারা। ৩৫ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার নাহিদা। শারমিন, সালমা ও রুমানা নেন দুটি করে উইকেট।
Discussion about this post