বিরাট কোহলির ব্যাট হাতে মাঠে নামা মানেই যেন নিত্য নতুন রেকর্ডের জন্ম। প্রায় প্রতি ম্যাচেই রান ফোয়ার ছুটিয়ে চলেছেন তিনি। রোববার আরো একটি ডাবল সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লি টেস্টের প্রথম ইনিংসের সেঞ্চুরিকে ডবল সেঞ্চুরিতে বানিয়ে ফেললেন তিনি।এটি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ দ্বি-শতক।
অভিজাত ফরম্যাট টেস্ট ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান হিসেবে টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন কোহলি। নাগপুরে দ্বিতীয় টেস্টে করেন ২০৪ রান। রোববার দিল্লি টেস্টে তার ব্যাটে ২৪৩ রানের অসাধারন এক ইনিংস। প্রথম ভারতীয় ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে অনন্য এই মাইলফলকে পা রাখলেন তিনি।
বিস্ময়কর হলেও সত্য, দারুণ ধারাবাহিকতায় ৪৯৯ দিনের মধ্যে করে ফেললেন ৬টি ডাবল সেঞ্চুরি। অথচ কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের প্রথম থেকে ষষ্ঠ ডাবল সেঞ্চুরিতে সময় লেগেছিল ৫৮১ দিন।
অবশ্য কোহলির প্রথম ৪১ টেস্টে ছিল না একটিও দ্বি-শতক। তারপর গত ২২ টেস্টে ৩৩ ইনিংসেই করলেন ৬টি। নাগপুরে কোহলি ছুঁয়েছিলেন অধিনায়ক হিসেবে ব্রায়ান লারার ৫ ডাবল সেঞ্চুরির রেকর্ড। রোববার তাকে ছাড়িয়ে গেলেন। অধিনায়ক হিসেবে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি এখন কোহলির।
এদিকে টানা দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি করা মাত্র ষষ্ঠ ব্যাটসম্যান কোহলি। ১৯২৮ ও ১৯৩৩ সালে দুই দফায় করেন ইংলিশ কিংবদন্তি ওয়ালি হ্যামন্ড। ১৯৩৪ সালে করেন ব্র্যাডম্যান, ১৯৯৩ সালে বিনোদ কাম্বলি, ২০০৭ সালে কুমার সাঙ্গাকারা ও ২০১২ সালে মাইকেল ক্লার্ক। কে জানে এবার হয়তো তাদেরকেও ছাড়িয়ে যাবেন তিনি।
এদিকে দিল্লি টেস্টের দ্বিতীয় দিনে রোববার ৭ উইকেটে ৫৩৬ রানে ইনিংস ঘোষণা করে ভারত। শ্রীলঙ্কা দিন শেষ করল ৩ উইকেটে ১৩১ রানে। দিল্লির দুষিত বাতাসে এদিন নাকাল হয় লঙ্কান ক্রিকেটাররা। মুখে মাস্ক নিয়ে মাঠে নামে তারা।
Discussion about this post