রীতিমতো বিস্ময়কর ঘটনা! আম্পায়ারের ভুলে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৭ বলে ওভার দেখলেন ক্রিকেটপ্রেমীরা। মঙ্গলবার এমন ঘটনা ঘটল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। কোন বল নো কিংবা ওয়াইড না হলেও রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্সের ম্যাচে সাত বলে ওভার দিয়েছেন আম্পায়ার মাহফুজুর রহমান ও শ্রীলঙ্কার রানমোর মার্টিনেজ। এ ম্যাচে টিভি আম্পায়ার ছিলেন গাজী সোহেল। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ম অনুয়ায়ী ৬ বলেই ওভার!
এমন কাণ্ডের সময় বোলিং এন্ডে আম্পায়ার ছিলেন মাহফুজুর রহমান। রংপুর রাইডার্স ইনিংসের ১৬ নম্বর ওভারে সিলেট সিক্সার্সের পেসার কামরুল ইসলাম রাব্বিকে ৬ বলের বদলে ৭ বলে ওভার করেছেন। মজার ব্যাপার হল এই ব্যাপারটি মাঠের দুই আম্পায়ারের সঙ্গে টিভি আম্পায়ারও তা খেয়াল করেননি! তবে খেলা শেষ হতেই সিলেট অধিনায়ক নাসির ও অন্যান্য ক্রিকেটারদের আম্পায়ারের সঙ্গে বলেছেন। সিলেটের মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলাম বলছিলেন, ‘এত বড় ভুল আম্পায়াররা করেন কি করে? এ ভুলের দায় কার?’
যে বলটি বাড়তি করেন কামরুল, সেটিতে রবি বোপারা ১ রান নিয়েছেন। বলটা ম্যাচের পার্থক্য গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখলেও এই ঘটনা অনেক বড় উদ্বেগের জন্ম দিল। মাঠে উন্নত প্রযুক্তি আছে, বল হিসাবের জন্য একাধিক স্কোরার আছেন। একজন আম্পায়ারের কাছে বল হিসাব করার যন্ত্র আছে। আম্পায়ারের সন্দেহ হলে স্কোরারের কাছ থেকেও সহায়তা নিতে পারতেন!
কিন্তু হাস্যরসের জন্ম দিয়ে আম্পায়াররা কিছুই করলেন না!
Discussion about this post