ব্যাট হাতে এখনো যে তিনি আগের মতোই ভয়ঙ্কর সেটা আরো একবার বুঝিয়ে দিলেন মাশরাফি বিন মুর্তজা। আরেকটা ম্যাচে রংপুর রাইডার্সের জয়ের নায়ক তিনি। সিলেট সিক্সার্সের বিপক্ষে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দলকে তিনি এনে দিলেন ৪ উইকেটের দারুণ জয়। দুই ছক্কায় ১০ বলে অপরাজিত ১৭ রানের ইনিংসে খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন রাইডার্স অধিনায়ক।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার সিলেটের ১৭৩ রান ২ বল বাকি থাকতে টপকে যায় রংপুর। টানা ৩ জয় দিয়ে শুরু করা সিলেট এই হারে শেষ চারের লড়াই থেকে অনেকটাই ছিটকে গেল। ৯ ম্যাচে পঞ্চম এই জয়ে চার নম্বরে থাকল তারা। আর সিলেটের ১০ ম্যাচে পয়েন্ট ৭।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট তুলে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান। সাব্বির রহমানের ব্যাটে ৪৪। ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন নাজমুল ইসলাম। ম্যাচসেরা তিনিই।
এই রান ১৯.৪ ওভারে টপকে যায় রংপুর। নাহিদুল করেন ৭ বলে অপরাজিত ১৪ রান। রবি বোপারা ২৭ বলে ৩৩, জিয়াউর রহমান ১৮ বলে ৩৬, ব্রেন্ডন ম্যাককালাম ৩৮ বলে ৪৩ ও মোহাম্মদ মিঠুন ১৭ বলে তুলেন ৮ রান।
সংক্ষিপ্ত স্কোর-
সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৭৩/৫ (ফ্লেচার ২৬, নুরুল ৫, নাসির ৪, বাবর ৫৪, সাব্বির ৪৪, হোয়াইটলি ১৭*, ব্রেসনান ১৬*; মাশরাফি ১/৩৯, নাজমুল ৩/১৮, রুবেল ০/২৬, সামিউল্লাহ ০/২৮, মালিঙ্গা ০/৪৫, বোপারা ০/১৫)
রংপুর রাইডার্স: ১৯.৪ ওভারে ১৭৭/৬ ওভারে (গেইল ৩, জিয়া ৩৬, ম্যাককালাম ৪৩, মিঠুন ১৮, বোপারা ৩৩, সামিউল্লাহ ০, মাশরাফি ১৭*, নাহিদ ১৪*; তানভির ১/৪৪, নাবিল ১/৩১, ব্রেসনান ১/৪০, হাসান ১/২৫, রাব্বি ০/৩২)
ফল: রংপুর রাইডার্স ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নাজমুল ইসলাম
Discussion about this post