হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলেছিল ঢাকা ডায়নামাইটস। হারিয়েছিল শীর্ষস্থান। অবশেষে দুই হারের পর জয়ে ফিরল চ্যাম্পিয়নরা। চিটাগং ভাইকিংসকে ৭ উইকেটে হারাল তারা। জয়ের নায়ক এভিন লুইস। মাত্র ৩১ বলে তিনটি চার আর ৯টি ছক্কায় ৭৫ রানের ঝড়ো ইনিংসে লুইস গড়ে দেন ম্যাচের ভাগ্য।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই জয়ে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানের দল উঠে গেছে শীর্ষে। রান রেটে তাদের চেয়ে পিছিয়ে খুলনা টাইটানস।
ম্যাচে এনামুল হক বিজয়ের ৪৭ বলে ৭৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান করে ভাইকিংস। দলটির হয়ে ৪০ বলে ৫৯ রান করেন লুক রঞ্চি। জবাব দিতে নেমে শুরুতে শহীদ আফ্রিদিকে হারালেও ঢাকা ডায়নামাইটসকে ঠিক পথে রাখেন লুইস। ৩১ বলে ৩ চার ও ৯ ছক্কায় ৭৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৮৭/৫ (রনকি ৫৯, সৌম্য ১, এনামুল ৭৩, ফন সিল ২, নাজিবুল্লাহ ১৬, রাজা ২৬*, এমরিট ১*; মোসাদ্দেক ০/৯, সাকিব ১/৫১, নারাইন ১/১১, আফ্রিদি ০/২৯, হায়দার ১/৩৫, সাদ্দাম ০/২২, শহীদ ১/২৮)
ঢাকা ডায়নামাইটস: ১৮.৫ ওভারে ১৯১/৩ (লুইস ৭৫, আফ্রিদি ০, ডেনলি ৪৪, সাকিব ২২, ডেলপোর্ট ৪৩*; তাসকিন ১/৩৫, রাজা ০/৩৭, আল আমিন জুনিয়র ০/১৯, এমরিট ১/২৪, সৌম্য ০/৩০, সানজামুল ০/২৬, তানবীর ১/১৮)
ফল: ঢাকা ডায়নামাইটস ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: এভিন লুইস
Discussion about this post