রীতিমতো ইতিহাস গড়ল আফগানিস্তান। যুদ্ধ বিধ্বস্ত যে দেশটিতে নেই ক্রিকেট অবকাঠামো, তাদেরই ক্রিকেটাররা এখন বিশ্ব মাতাচ্ছেন। জানিয়ে দিচ্ছেন আগামীতে আফগানরা হতে যাচ্ছে বিশ্বসেরাদের একজন। উঠে আসছে তাদের আগামী প্রজন্মও। রোববার সেই দৃষ্টান্ত রেখে পাকিস্তানকে হারিয়ে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে তারা।
কুয়ালালামপুরের কিনকারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান করে আফগানিস্তান। রহমাতউল্লাহ ৪০ রান করেন। আরেক ওপেনার ইব্রাহিম জাদরান তুলেন ৩৬ রান। ইকরাম আলি ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন।
জবাবে ২২.১ ওভারে মাত্র ৬৩ রানেই অলআউট পাকিস্তান। আফগান বোলার মুজিব ৭.১ ওভারে ১৩ রান দিয়ে নেন ৫ উইকেট। ৬ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন কোয়াইস আহমাদ
বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি আইনে ২ রানে জিতে ফাইনালে উঠে পাকিস্তান। বৃষ্টি-দুর্ভাগ্যে টাইগাররা হেরে যায়। নেপালকে হারিয়ে শেষ দুইয়ে উঠেছিল আফগানিস্তান। আফগানরা কিছুদিন আগেই টেস্ট স্ট্যাটাস পেয়েছে। আর তারা বুঝিয়ে দিয়েছে আসছে সময়টা হতে যাচ্ছে তাদের।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ২৪৭/৭ (৫০ ওভার) (গুরবাজ ৪০, জাদরান ৩৬, খিল ১০৭*, রিয়াজ ০/৩৮, মুসা ৩/৪৬, আফ্রিদি ২/৪২)।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৬৩/১০ (২২.১ ওভার) (তাহা ১৯, হাসান ১০, মুজিব ৫/১৩, কায়েস ৩/১৮)।
ফল: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১৮৫ রানে জয়ী।
ম্যাচসেরা: ইকরাম আলি খিল।
Discussion about this post